তুমি একটি কবিতা, যার কবি আমি নই
তোমার মাঝে হাজার শব্দ খেলা করে
কিন্তু সেই খেলার সাথী আমি নই
তোমার মাঝে ছন্দ আছে, আছে আনন্দ
আমি সেই আনন্দের ভাগি হতে পারি নই
তোমার মাঝে অফুরান ভালোবাসা আছে
শুধু আমার ছুয়ে দেখার সাহস নেই
তোমার মাঝে প্রেম আছে, বিরহ আছে
আমি শুধু বিরহে পুড়তেই পারি, প্রেমে নেই
তোমার একটা পৃথিবী আছে, এখানেই মিল
আমারও একটা পৃথিবী আছে
তবু পার্থক্য বিরাজমান
তোমার পৃথিবীতে আমি নেই।।
পার্থক্য
-- মোঃ হেলাল উদ্দিন
No comments:
Post a Comment