Thursday, August 4, 2022

নিরব হৃদয়ের কান্না -- মোঃ হেলাল উদ্দিন

মাঝে মাঝে এক খন্ড কালো মেঘ

জমে উঠে মনের আকাশে

মেঘ খন্ড ভেসে বেড়ায় দাপটের সাথে

সরাতে পারিনা কেন তারে সশব্দে

নিরবে ঝড় বহে যায় উর্বর জমিনে

আকাশ মাটির সম্পর্ক বিপরীত

শক্তিতে তাই উপর থাকে এগিয়ে

মেনে নেয় মাটি যেমন করে

শিল্পী তৈরী করে দেয় তারে

চিত্রকার কি কভু বুঝিতে পারে

নিরবে সয়ে যাওয়া চিত্রকে

মেঘ হয়তো সরে যাবে থেমে যাবে ঝড়

থেকে যাবে সকল ঝড়ের 

 স্মৃতি চিহ্ন মাটির উপর।।

 

নিরব হৃদয়ের কান্না -- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment