Teacher, Writer & Researcher
কে তুমি বন হরিণী
কে তুমি মন হরণী
তোমায় মনে হয় চিনি
তুমি কি স্বপ্নছায়া
তুমি কি কেবলই মায়া
কেন হয়না তোমায় দেখা
তুমি কি দূরে রবে
তুমি কি নিরবে কাঁদাবে
ভালোবাসা আমায় নাহি দিবে।।
স্বপ্নছায়া -- মোঃ হেলাল উদ্দিন
ভালো হয়েছে।
ভালো হয়েছে।
ReplyDelete