মুখের অনুচ্চারিত শব্দগুলো
ডুকরে কাঁদে বুকের ভিতর।
ডানা ভাঙা পাখির মতো ঝপটে মরে
বুকের ভিতরে জমা প্রতিটা বাক্য।
যে পাখি নীড় হারায় পথে বাঁকে
কেমন করে সে একা চলে গগণে।
তাইতো সাথী খুঁজে দূর আকাশে
পথিকের পথ পানে থাকে সে চেয়ে।
যদি কেউ পথ দেখায় জীবন পথে
সাথী করে নিয়ে যায় যদি সাথে।
বুকের মাঝে জমানো বাক্যগুলো
বলবে সে হৃদয় খুলে শব্দে শব্দে।
যা এতো দিন অনুচ্চারিত ছিলো
উচ্চারিত হবে তা উচ্ছাসিত কন্ঠে
ধ্বনিত হবে তা আকাশে বাতাসে।
অব্যক্ত ভালোবাসা -- মোঃ হেলাল উদ্দিন
দারুণ।
ReplyDelete