কারো হৃদয়ের বাঁধনে বাঁধা পড়ি পড়ি করে
হয়নি বাঁধা পড়া ভালোবেসে তারে
কারো মনের গহীনে ধরা দিব দিব বলে
হয়নি ধরা দেয়া আপন করে তারে
কিন্তু এ কি হলো আজ আমার
বাঁধা কি পরিলাম, ধরা কি দিলাম
ভালোবেসে কি কেউ মোরে
আপন করে নিয়ে চিরতরে
বেঁধে নিয়েছে, ধরে ফেলেছে
তাহার মনের মন্দিরে, হৃদয় গহীনে
তাইতো ভাবি আজ আমি মনে মনে
সখি ভালোবাসা কি তাহারে বলে।।
© Md. Helal Uddin ®
11/07/2016