Saturday, July 2, 2022

কল্পকথা -- মোঃ হেলাল উদ্দিন

তুমি জানালায় দাড়িয়ে 

রিমঝিম বৃষ্টির ধারা দেখছিলে 

আর আমি অপলক দৃষ্টিতে

তোমার অমন সুন্দর চাহনি দেখছিলাম

জানিনা তুমি কি ভাবছিলে

তবে আমি তোমাকেই ভাবছিলাম

আমি ভাবছিলাম তোমার 

মায়া ভরা মুখ খানি

আর কি অপরুপ তোমার চাহনি

মানুষের দৃষ্টি যে এতো সুন্দর হতে পারে

তোমাকে না দেখলে জানা হতো না

তোমার ঐ অপলক দৃষ্টি দেখে

আমার দৃষ্টিও আর ফেরাতে পারলাম না

কিন্তু তুমি একবারের জন্যেও

আমার দিকে তাকালে না

তুমি বৃষ্টির ধারাই দেখলে

আর আমি শুধু তোমাকেই দেখলাম।।।

 


কল্পকথা -- মোঃ হেলাল উদ্দিন

   13/08/2015

1 comment: