Saturday, July 2, 2022

আবুল মনসুর আহমদের 'আয়না' -- মোঃ হেলাল উদ্দিন

 

 

'আয়না' -- সাতটি গল্পের একটি সংকলন, যা আবুল মনসুর আহমদের প্রথম বই। বইটি ১৮৩৫ সালে প্রকাশিত হয়। তবে বইয়ের গল্পগুলো ১৯২৬ সাল থেকে সওগাত-এ ছাপা হতে শুরু করছিল।
বইয়ের ভূমিকায় আয়নার ফ্রেম নামে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, 'এমনি আয়নায় শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরী করেছেন, তাতে মানুষের অন্তরের রুপ ধরা পড়েছে।'
আয়না-র পটভূমি সমসাময়িক। তবে আজকের দিনেও এর বাস্তবতা বিদ্যমান, যদি আমরা একটু গভীরভাবে দেখি এবং চিন্তা করি। আনিসুজ্জামান স্যার তার এক লেখায় বলেছেন, 'আবুল মনসুর আহমদের আয়না দাঁড়িয়ে আছে তিন পায়ার ওপরে। তার ভাষার সরসতা ও বর্ণনার নাটকীয়তা; চরিত্রাঙ্কনের দক্ষতা; সমাজ বা গোষ্ঠীর একটা বিশেষ দিক পর্যবেক্ষণ করার অসামান্য ক্ষমতা।'
আয়নার প্রথম গল্প 'হুযুর কেবলা' ভন্ড পীরের গল্প। যেখানে দেখা যায় পীর সাহেব এক জায়গায় বসে রুহকে ছেড়ে দেন, রুহ সাত হাজার বছর কাটিয়ে আবার তার জেসমে প্রবেশ করে। আবার পীর সাহেব মুরিদের বউকে বিয়ে করার জন্য যে কৌশল অবলম্বন করেন তার সত্যি ধরা পড়লেও অন্ধ ভক্তির কারনে প্রতিবাদ হয়নি।
'গো-দেওতা-কা দেশ' গল্পে দেখা যায়, ইংরেজদের মন্ত্রণায় গোহত্যা নিয়ে হিন্দু-মুসলমানের বিরোধ, শান্তি রক্ষার নামে ইংরেজ সৈন্য নিয়োজিত, হিন্দু-মুসলমানের পরস্পর নিধন, মনুষ্যহীন হয়ে শেষ পর্যন্ত দেশটি গো-দেবতার দেশ হয়ে যায়।
'নায়েবে নবী' গল্পে টাকার স্বার্থে মৌলভি সুধারামী যে বাস্তব সত্য অস্বীকার করেই ক্ষান্ত হননি তাকে মিথ্যা প্রমাণের জন্য কোরআন হাদিসও ব্যবহার করেন।
ধর্মবিশ্বাসী মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ইসমাইল সাহেব কিভাবে পত্রিকার মালিক হওয়া, অদ্বিতীয় নেতা হওয়া সহ আরো অনেক কিছুর বর্ণনা পাওয়া যায় 'লীডারে-কওম' গল্পে।
'মুজাহেদিন' গল্পে দেখা যায় আত্নপ্রতিষ্ঠার জন্য কিভাবে হানাফি-মোহাম্মাদি বিবাদ সৃষ্টি করে মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগায় ধর্ম ব্যবসায়ীরা এবং শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তি সৃষ্টি করে।
'বিদ্রোহী সংঘ' গল্পে দেখা যায়, কিভাবে একটা গ্রুপ মুখে বিশ্ব মানবতার কথা বলে, প্রথা বিরোধী কথা বলে, পরিবর্তনের কথা বললেও বাস্তবে তা করেনা। এমন বর্ণনা পাওয়া যাবে এই গল্পে।
মসজিদের সামনে হিন্দুদের বাদ্য বাজানো নিয়ে হিন্দু-মুসলমানের বিরোধ এবং শেষ পর্যন্ত অনেক হিন্দু- মুসলমানের মৃত্যুর মধ্য দিয়ে এর সমাপ্তির মতো ঘটনার বর্ণনা পাওয়া যায় 'ধর্ম-রাজ্য' গল্পে।
আবুল মনসুর আহমেদ আজ থেকে এতো বছর পূর্বে যে ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক ভন্ডামি সহ সমাজের নানা অসঙ্গতি চিত্র 'আয়না' বইয়ে তুলে ধরেছেন, তা বর্তমান সমাজেও কোন না কোন ভাবে বিদ্যমান।
 
 
আবুল মনসুর আহমদের 'আয়না' -- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment