এই পৃথিবীতে আছে সবুজের সমারোহ
আছে সর্বত্র অন্ধকার অহরহ।
আমরা দেখি সুন্দর, দেখি না অন্ধকার
দেখতে চাইনা জীবনের চারিধার।
এই পৃথিবীতে আছে কাশফুলের নরম ছোয়া
আছে কন্টকময় অনেক বিছানা।
আমরা চাই কোমলতা, চাইনা কঠোরতা
আমরা চাই জীবনটা আলোয় ভরা।
আমরা দেখি জীবনের একপক্ষ
দেখিনা অন্যপক্ষে কি আছে লেখা।
জীবন সেতো নয় সর্বত্র সমরেখা
জীবনতো এক জটিল বক্ররেখা।
এই জীবনে নেইতো সরলতার জয়
কুটিলতাই করে দেয় অনেককে পরাজয়।
জীবন এমনই হয়, সে বুঝা বড় দায়
তবু হোক এই জীবনের সর্বত্র জয়।
জীবনের আরাধনা -- মোঃ হেলাল উদ্দিন
-----------------
১৯/১১/২০১৭
-----------------
১৯/১১/২০১৭
সুন্দর।
ReplyDelete