Wednesday, July 13, 2022

মনের মানুষ -- মোঃ হেলাল উদ্দিন


তুমি আমার মনের মানুষ
তুমি আপন জন
তাইতো তোমায় মনে মনে
ভাবি সারাক্ষণ।।
হঠাৎ করে কাছে এলে
ভালোবেসে বুকে নিলে
দু'চোখ ভরে স্বপ্ন দিলে
রঙিন হলো আমার এ জীবন।।
এমনি করে কাছে থেকো
ভালোবেসে পাশে রেখো
মনের মানুষ করে তোমার
সারাটা জীবন।।

মনের মানুষ -- মোঃ হেলাল উদ্দিন

 

No comments:

Post a Comment