আচ্ছা, প্রেম নিবেদন করতে কি
শুধুই লাল গোলাপের প্রয়োজন?
গোলাপী, হলুদ কিংবা সাদা গোলাপে
প্রেম নিবেদন কি প্রেম হয় না?
সে যাই হোক, গোলাপ কিন্তু গোলাপ ই।
রং বর্ণ যাই হোক কাজ কিন্তু একই।
গোলাপের ঘ্রাণে আমরা সবাই আকৃষ্ট হই,
সবাই গোলাপ কে পছন্দ করি ভালোবাসি,
তবে কেন বলা হয়
লাল গোলাপ প্রেমের প্রতীক,
শত্রুতায় নাকি কালো গোলাপ,
বন্ধুত্বে দরকার গোলাপ গোলাপী,
নীল গোলাপে বেদনা বোঝায়,
পবিত্রতায় সাদা গোলাপ ই।
গোলাপ ফুল তুমি ভারী সুন্দর,
তুমি তুলনাহীন,
তাই সবখানে তে, সব রঙে তে
তাই তুমি অমলিন।
গোলাপ ফুল -- মোঃ হেলাল উদ্দিন
২৩/০২/২০১৭
সুন্দর কবিতা।
ReplyDelete