সাব্বির সদ্যই ঢাকায় এসেছে পড়ালেখার জন্য। ছোট শহর থেকে আসা ছেলেটা নতুন শহরের কোলাহল, যানজট আর একাকিত্বের ভেতর একটু জায়গা খুঁজে নিচ্ছে নিজের মতো করে। থাকার জন্য একটা পুরনো মেস পেয়েছে, যার একটা রুম ফাঁকা ছিল কিছুদিন ধরে। সাব্বিরকেই দেওয়া হলো সেই রুমটা।
রুমে ঢুকেই একটা অদ্ভুত অনুভূতি হয় তার। যেন দেয়ালের গায়ে হালকা কোনো সুগন্ধ রয়ে গেছে, জানালার ধারে রাখা পুরনো আয়নায় এখনো কারো চোখের প্রতিচ্ছবি লেগে আছে। টেবিলের এক কোনায় ধুলোমাখা একটা ছোট বাক্স, খুলতেই বের হয়ে আসে একটা বেগুনি রঙের চুল বাঁধার ব্যান্ড। একদম সাধারণ, কিন্তু অদ্ভুত এক কোমল সৌন্দর্যে ভরা।
সেই রাতেই সাব্বির প্রথম স্বপ্নটা দেখে।
স্বপ্নে সে দেখে – জানালার পাশে দাঁড়িয়ে আছে এক মেয়ে, হালকা হলুদ কামিজ পরা, চোখে মায়া আর চুলে বাঁধা সেই বেগুনি ব্যান্ড। মেয়েটা ঘুরে তাকায়, হেসে বলে, "তুমি কি আমার জায়গায় উঠেছো?"
সে ভাবে, হয়তো এ ভালোবাসা একতরফা, হয়তো কখনো দেখা হবে না, তবু এই ব্যান্ডের মধ্য দিয়ে সে এক অনন্ত সংযোগ পেয়ে গেছে। সে ঠিক করে, একদিন তাকে খুঁজবেই। সেই নীলাকে — যে স্বপ্নে আসে, বৃষ্টিতে হাসে, আর চুলে বাঁধে বেগুনি ব্যান্ড।
চুলের বেগুনী ব্যান্ড -- মোঃ হেলাল উদ্দিন
No comments:
Post a Comment