Friday, April 25, 2025

বৈশাখী মেঘ -- মোঃ হেলাল উদ্দিন


বৈশাখী মেঘের কাছে আমি কি চাইব

কি দিতে পারবে সে আমাকে

সে কি ফিরিয়ে দিতে পারবে

আমার মনের মানুষকে।।

যে হারিয়ে গেছে কোন এক

কাল বৈশাখীর ঝড়ে।।

সে কি ফিরিয়ে দিতে পারবে

আমার স্মৃতিময় মধুর দিনগুলো

যেই দিনগুলো ছিল শুধুই আনন্দের।।

সেই সুখময় দিনগুলো

হারানো প্রিয়জনকেই

বৈশাখী মেঘের কাছে আমার চাওয়া।।

----------------------
        27/04/2016

Friday, April 18, 2025

বোরকা পড়া মেয়ে -- মোঃ হেলাল উদ্দিন

ওগো বোরকা পড়া মেয়ে
নাম কি তোমার যাও আমায় বলে।
তোমার নামটি জানা হয়নি আমার
আমি পাইনি খুঁজে তোমার মনের কিনার
কেমন করে তোমায় বলো খুঁজবো আবার।
ওগো বোরকা পড়া মেয়ে
তোমার চোখের দিকে চেয়ে
আমি পড়েছি তোমার প্রেমে।
তুমি এসো কাছে ভালোবেসে মোরে
তোমায় পেলে ধন্য হবে জীবন অবশেষে
তুমি আমার মনের মাঝে আশা জাগালে
আমি তোমায় ভালোবেসে রাখবো হৃদয়ে।
 
বোরকা পড়া মেয়ে

Monday, April 14, 2025

ভালোবাসার গল্প -- মোঃ হেলাল উদ্দিন

বৃষ্টিভেজা এক দুপুরবেলা

তোমার আমার প্রথম দেখা

এরপর ভালো লাগা ভালোবাসা

দুইটি মনের মিলন হওয়া

তাইতো স্বপ্ন দেখে দু'টি মন

কবে হবে মধুর মিলন

পাশাপাশি থাকবে সারাক্ষণ

এই ভেবে কাটে ক্ষণ

জানি একদিন হবেই

দু'জনার স্বপ্ন পূরণ।।

 

ভালোবাসার গল্প 

-- মোঃ হেলাল উদ্দিন

মাধবীলতা -- মোঃ হেলাল উদ্দিন

 

নতুন কবিতার বইটি পড়তে নিচে বইয়ের নামে ক্লিক করুন-

মাধবীলতা 

 


 

মাধবীলতা

মোঃ হেলাল উদ্দিন