Tuesday, January 14, 2025

উনিশ শতকের প্রথমার্ধে বাংলা অঞ্চলের নবজাগরণ ও প্রভাব -- মোঃ হেলাল উদ্দিন

 

 Journal of Nawabganj Govt. College Volume 1, Issue 1, September 2023
ISSN 3006 -1741 
Pp.39-45 

'উনিশ শতকের প্রথমার্ধে বাংলা অঞ্চলের নবজাগরণ ও প্রভাব' প্রবন্ধটি পড়তে

Click Here 

Monday, January 13, 2025

উত্তরের অপেক্ষায় -- মোঃ হেলাল উদ্দিন

গুণ'দা, তোমার কথা খুব মনে পড়ছে
মনে পড়ছে তোমার কবিতার সেই কথা
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
গুণ'দা, সত্যি আজ আমি অনেক ক্লান্ত অনেক শ্রান্ত
আজো আমারই বাইরে থেকে দরোজা খুলতে হয়
এঁটে বাসন না হয় আমিই ধুলাম সমস্যা নেই
কাপড় চোপড়ও নিজেই ধুতে পারি কষ্ট নেই
কিন্তু কষ্ট লাগে অপেক্ষা করতে
সত্যিই অনেক কষ্ট হয় তোমার অপেক্ষায় থাকতে
সারা দিনের পরিশ্রম শেষে বাসায় ফিরে
নিজ হাতে দরোজাটা খুলতে অনেক কষ্ট হয়
মনটা অনেক খারাপ হয়ে যায়
একা একা শুয়ে থাকতে আর খেতে বসতে।।
গুণ'দা, কাম-বাসনার সঙ্গী না হয় পেলাম
কিন্তু একাকীত্ব কি দূর হলো
দরোজা খুলতেই কি একটা হাসি মাখা মুখ পাব না
যে দরদ দিয়ে বলবে আজ অনেক গরম পরেছে
বা আজ কি কাজের খুব বেশি চাপ ছিল
এমন কথা কি কখনো শুনতে পাব না।।
গুণ'দা, আমি আর পারছি না
এভাবে আর চলতে পারে না।। 

উত্তরের অপেক্ষায় 

-- মোঃ হেলাল উদ্দিন



অপ্রাপ্তি -- মোঃ হেলাল উদ্দিন

অপ্রাপ্তি
ছোট একটা কথা
কিন্তু কত শত কষ্ট লুকানো
এই ছোট শব্দের মাঝে
হয়ত আমাদের তা অজানা।
কোন অপ্রাপ্তির মাঝে কতটা কষ্ট
কতটা না পাওয়ার বেদনা
হয়তো আমরা দেখিনা,
আমরা শুধুই দেখি একটা অপূর্ণতা।
কিন্তু না, সব সময় একটা অপ্রাপ্তি
শুধুই অপ্রাপ্তি না।
এটা হতে পারে সারা জীবনের কান্না
সারা জীবনের বেদনা।
--------------------------
আচ্ছা, সব অপ্রাপ্তি কি ভাগ্যের লেখা
না কি কোন কোন অপ্রাপ্তি
আমাদের নিজেরই সৃষ্টি
না কি অন্য কারো তৈরি করা।
জানি না, বুঝতেও পারছিনা,
না কি সবই জানি, বুঝি কিন্তু
কিছুই করতে পারি না।
কিছুই করার থাকে না।
অপ্রাপ্তি, অপূর্ণতা
থাক না হয় আর এ কথা।
 

 অপ্রাপ্তি -- মোঃ হেলাল উদ্দিন

রক্তক্ষরণ -- মোঃ হেলাল উদ্দিন

শরীরের রক্তক্ষরণ সবাই দেখিতে পায়
কিন্তু হৃদয়ের রক্তক্ষরণের খবর কে নেয় হায়
এইতো জগতের নিয়ম
যাহা দেখা যায়, যাহা পাওয়া যায়
তাহার খবর সবাই নিতে চায়
কিন্তু যাহা দেখা যায় না, যাহা নেয়া যায় না
তাহার খবর কেউ নিতে চায় না।।
আমার সবাই আনন্দ চাই, হাসি চাই
আনন্দের কাছাকাছি থাকতে চাই
কিন্তু ক'জনে তা পারে হায়
সবার মুখের হাসিতো আর এক নয়
কেউ হাসির আড়ালে হাজারো দুঃখ লুকায়
সুখে থাকার, আনন্দের অভিনয় করে যায়
কেউ কেউ সুখেই হেসে লুটিপুটি খায়
আমরা কি কখনো তার আসল জানতে চাই
চাই না, জানতে চাই না, দেখতে চাই না
কখনো একটু বুঝতেও চাই না
কাহার ভিতরে কি লুকানো আছে
কেন কেউ চুপটি মেরে থাকে সবার থেকে
কেন কেউ বিনা কারনেও হাসে
কেন কেউ হাসির মাঝে দুঃখ লুকিয়ে রাখে।।
বাহিরের জগত সবাই দেখে, খবর রাখে
হৃদয়ের জগত কেউ দেখে না, দেখতে চায় না
এই জগতের নিয়ম হায়,
সুখের খবর সবাই রাখে, দুঃখের খবর নয়।।

 

  রক্তক্ষরণ 

-- মোঃ হেলাল উদ্দিন