Monday, July 15, 2024

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন -- মোঃ হেলাল উদ্দিন


 'নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন' বইটি পড়তে/ ফ্রি ডাউনলোড দিতে

Click Here 

-- মোঃ হেলাল উদ্দিন
 

গবেষণায় নৈতিকতার ধারণা -- মোঃ হেলাল উদ্দিন

গবেষণায় নৈতিকতা

প্রতিটি কাজেই নৈতিকতার একটা দিক রয়েছে এই নৈতিকতা কোন আইন নয়, তবে মানুষ এর প্রতি শ্রদ্ধাশীল এবং নৈতিকতা মানুষের সংস্কৃতির সাথে যুক্ত অনৈতিক কোন কিছুই সমাজ ভালো চোখে দেখে না গবেষণার ক্ষেত্রে নৈতিকতা আরো বেশি গুরুত্বপূর্ণ নৈতিকতা হলো ব্যক্তিগত কতিপয় আচারণ পদ্ধতি/বিধি যা নিজের, অন্যদের এবং সমাজের পারিপার্শিকতার প্রতি শ্রদ্ধা ভিত্তি করে গড়ে উঠে গবেষণায় নৈতিকতা গড়ে উঠে গবেষণা কার্যক্রমের কতিপয় মৌলিক নৈতিক নীতিমালার ভিত্তিতে, যার মধ্যে রয়েছে- গবেষণার নকশা এবং বাস্তবায়ন, সমাজ এবং অন্যদের প্রতি সম্মান, সম্পদের ব্যবহার এবং গবেষণার ফলাফল, বৈজ্ঞানিক অসদাচারণ এবং গবেষণার নিয়ন্ত্রণ

মোটকথা, নৈতিকতা হলো কোন কাজটি করা উচিত এবং কোনটি করা উচিত নয় তা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ করা গবেষণায় কোন ভাবেই যেন উদারতার নীতি, উদারতার গোপনীয়তা ক্ষুন্ন না হয় তা রক্ষা করা হলো গবেষণার নৈতিকতা


গবেষণায় নৈতিকতার নীতি সমূহ

একটি গবেষণায় অনুসৃত নৈতিকতার নীতিমালার মধ্যে রয়েছে-

সততাঃ গবেষণা কর্মের জন্য গবেষক অবশ্যই সততার সাথে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, ফলাফল বিশ্লেষণ করবেন

নৈর্ব্যক্তিকতাঃ গবেষককে তার গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, পিয়ার পর্যলোচনা, বিভাগীয় সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের সাক্ষ্য এবং অন্যান্য দিকগুলোতে পক্ষপাত দোষে দুষ্ট হবেন না

৩. অখন্ডতাঃ গবেষককে অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং আন্তরিকতার সাথে চিন্তা, কাজ কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে

সাবধানতাঃ গবেষণা কর্মে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কোন ধরনের গাফলতি অবহেলা করবেন না

অকপটতাঃ গবেষককে অবশ্যই উদার মনের হতে হবে সংকীর্ণ মন নিয়ে সঠিক গবেষণা হয় না

৬. বুদ্ধিভিত্তিক সম্পত্তির প্রতি শ্রদ্ধাঃ কোন গবেষকের অনুমতি ব্যতীত তার কোন অপ্রকাশিত উপাত্ত, পদ্ধতি ফলাফল ব্যবহার করা যাবে না

৭. গোপনীয়তাঃ গবেষককে অবশ্যই নিজের এবং অপরের গোপনীয়তাকে সম্মান প্রদর্শন করতে হবে

দায়িত্বশীল প্রকাশনাঃ গবেষক শুধু নিজের নয়, অন্যের সঙ্গেও মিলে যায় এমন অংশ এড়িয়ে গিয়ে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে অন্যের গবেষণাকে সম্মান জানাবেন

সহকর্মীর প্রতি শ্রদ্ধাশীলঃ গবেষককে তার অন্যান্য সহকর্মীর প্রতি শ্রদ্ধশীল হতে হবে

১০দায়িত্বশীল রক্ষণাবেক্ষণঃ গবেষক কেবল নিজের প্রতি নয়, অন্যদের প্রতিও দায়িত্বশীল হবেন তাদের প্রতি পরামর্শ প্রদান, অন্যদের সমাজের কল্যাণে কাজ করবেন

১১. সামাজিক দায়িত্বশীলতাঃ সামাজিক মূল্যবৃদ্ধি, সামাজিক কল্যাণ সাধন করার জন্য কাজ করাও গবেষণার নৈতিকতার অর্ন্তভুক্ত

১২আইনের প্রতি শ্রদ্ধাঃ গবেষককে সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক আইন মেনে চলা কর্তব্য

১৩মানবিক বিষয় সংরক্ষণঃ মানবিক বিষয় নিয়ে গবেষণা করার সময় গবেষক ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা এবং স্বকীয়তাকে সম্মান করবেন

১৪কর্মদক্ষতাঃ গবেষক তার কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে গবেষণায় নীতি নৈতিকতা মান্য করে চলবেন

১৫. বৈষম্যহীনতাঃ গবেষণা করতে গিয়ে গবেষক কোন ভাবেই জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ দ্বারা পরিচালিত হবেন না এক্ষেত্রে তিনি নিরপেক্ষতার নীতি অবলম্বন করবেন


গবেষণায় পালনীয় নীতিমালা

গবেষণা ক্ষেত্রে যে সকল নৈতিকতার কথা বলা হয়েছে তাছাড়াও আরো কতিপয় নীতিমালা অনুসরন করতে হয় কেননা, গবেষণায় সার্বজনীন বলে তেমন কিছু নেই গবেষণায় অনুসৃত নীতিমালা সম্পর্কে জড়মবৎ . ডরহসবৎ এবং ঔড়ংবঢ়য . উড়সরপশ তাদের ডযধঃ রং ঊঃযরপং রহ জবংবধৎপয ধহফ ডযু রং রঃ ওসঢ়ড়ৎঃধহঃ লেখায় তিন ধরনের নীতিমালার কথা বলেছেন-

স্ব-নির্ধারণঃ গবেষক কোন বিষয়ে কাউকে কোন কিছু করতে বাধ্য করতে পারে না ব্যক্তি স্বেচ্ছায় কাজ করবেন ব্যক্তির অধিকার, মূল্যবোধ, সিদ্ধান্ত, সংস্কৃতি প্রভৃতির ক্ষেত্রে প্রাধান্য দেয়া গবেষকের কর্তব্য

প্রযুক্তিগত তত্ত্বের ভারসাম্যঃ তত্ত অনুযায়ী ব্যবহারযোগ্য প্রয়োজনীয়তার ভিত্তিতে নৈতিকতার বিষয়টি বিবেচ্য সর্বোচ্চ লাভের জন্য সর্বনিন্ম ক্ষতির বিষয়টি ছাড় দেয়া যেতে পারে

আপেক্ষিকতার তত্ত্ব আসলে কোন ধরনের নৈতিকতার কোন আদর্শ রুপ নেই তাই একজনের কাছে যা নৈতিক, অপরের কাছে তা নৈতিক মনে নাও হতে পারে তাই কোন বিষয় বিবেচনার সময় তা আমাদের পরিবেশ সংস্কৃতির সাথে যায় কিনা তা বিবেচনা করতে হবে

এছাড়াও গবেষণার ক্ষেত্রে পালনীয় কতিপয় নীতিমালা হলো-

গবেষণায় ইচ্ছাকৃতভাবে কারো কোন ক্ষতি না করতে সচেষ্ট থাকা

যাদের নিয়ে গবেষণা করা হয় তাদের মঙ্গল সাধনে সচেষ্ট থাকতে হবে কোন ভাবেই তাদের বঞ্চিত করা যাবে না

ব্যক্তির সকল ধরনের গোপনীয়তা রক্ষা করে তার প্রতি সঠিক আচরণ করতে হবে

৪. গবেষণার সর্বক্ষেত্রে সর্তক থাকতে হবে অসর্তকতার কারনে যেন কোন ধরনের ভুল না হয় সেদিকে খেয়ার রাখতে হবে

ব্যক্তির সম্মতিতে গবেষণা করতে হবে কোনভাবেই তাকে বাধ্য করা যাবে না

৬. গবেষণায় অংশগ্রহনকারীদের কাছে গবেষণার উদ্দেশ্য, প্রকৃতি বলতে হবে কোনভাবে সত্যকে লুকানো যাবে না


গবেষণায় অসদাচরণ

গবেষণায় অসদাচরণ হলো গবেষণার নৈতিকতা না মেনে গবেষণাকর্ম পরিচালনা করা গবেষণায় অসদাচরণের মধ্যে রয়েছে-

১. জাল তথ্য উপস্থাপনঃ কোন গবেষণাকর্মে গবেষক যখন মিথ্যা তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বা মনগড়া ফলাফল তৈরি করে কিংবা ভুল প্রতিবেদন তৈরি করে উপস্থাপন করেন তা গবেষণায় অসদাচরণের মধ্যে ধরা হয়

. চৌর্যবৃত্তিঃ গবেষণাকর্মে যখন অন্যের ধারণা, পদ্ধতি বা ফলাফল হুবহু বা লাইলের পর লাইন তুলে দেয়া হয় কোন ধরনের তথ্যসূত্র দেয়া ছাড়া নিজের বলে জমা দেয় তখন গবেষক চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত হবেন এই ধরনের কার্য গবেষণার অসদাচরণ তাই থেকে বিরত থাকতে হবে

মিথ্যা বক্তব্যঃ গবেষণায় সংগৃহীত তথ্য কোন ধরনের যাচাই-বাছাই না করে কিংবা সংগৃহীত তথ্যের সঠিক ফলাফল উল্লেখ না করে, ফলাফল হেরফের করে বা পরিবর্তন করে গবেষণাটি উপস্থাপন করে তখন এটি মিথ্যা বক্তব্য বলে গণ্য হয় এবং এটি গবেষণায় একটি অসদাচরণ

মোটকথা, সামাজিক গবেষণায় গবেষকের নিজস্ব আদর্শ, চিন্তা-ভাবনা, মতামত থাকতে পারে তবে তা কখনোই সংগৃহীত তথ্যের ফলাফলের উপর প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না সংগৃহীত তথ্যের বিশ্লেষণে যে ফলাফল পাওয়া যাবে তাই প্রকাশ করতে গবেষককে সচেষ্ট থাকতে হবে এবং এখানেই গবেষণার নৈতিকতা বিষয়টি দৃঢ়ভাবে মানতে হবে

 

সহায়ক গ্রন্থ

1.       www.researchethics.ca, Research Ethics in the Social Science and Humanities.

2.       www.libguides.library.cityu.edu.hk, Research Methods.

3.      www.stir.ac.uk, Understanding Ethics.

4.       www.nichs.nih.gov, What is Ethics in Research and Why is it Important.

5.      www.researchethics.ca, What is Research Ethics.

 

 

গবেষণায় নৈতিকতার ধারণা 

-- মোঃ হেলাল উদ্দিন

Friday, July 12, 2024

সংবিধানের সহজপাঠ -- মোঃ হেলাল উদ্দিন

 


'সংবিধানের সহজপাঠ' বইটি পড়তে/ পিডিএফ কপি ডাউনলোড দিতে Click Here

Do or Die -- মোঃ হেলাল উদ্দিন

 'জীবন হলো খাটি, করুণ বাস্তবতা,,,,।' কথাটা মনে হয় না কেই অস্বীকার করতে পারবে। জীবনের কোন না কোন পর্যায়ে এসে এমন বাস্তবার মুখোমুখি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেননা এই পৃথিবীতে সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মহামানবের পরিচয় পাওয়া যাবে, যাদের মাধ্যমে পৃথিবীর পরির্বতন সাধিত। তবে এই পরিবর্তন খুব সহজে হয়েছে তা কিন্তু নয়। পৃথিবীর  প্রতিটা পরিবর্তনের, পৃথিবীর পরিবর্তিত প্রতিটা মানুষের পরিবর্তনের ইতিহাস অনেক বাধা-বিপত্তির ইতিহাস। যে ইতিহাস থেকে আমরা পরিবর্তনকামী মানবকুল শিক্ষা নিয়ে থাকে এবং এর মাধ্যমে আরো ভিন্ন কোন পরিবর্তনের কৌশল রচনা করে থাকি। শুধু কৌশলই নয়, সত্যিকারের নতুন নতুন পরিবর্তন সাধিত করে থাকি। এভাবেই পৃথিবী এবং পৃথিবীর মানুষ উন্নতির শিখরে পৌছে থাকি। এই পরিবর্তন করতে গিয়ে আমরা যত ধরনের বাধার সম্মুখীন হই তখন কোন ভাবেই ভেঙ্গে পরা যাবে না। ভেঙ্গে পড়লে বেঁচে থাকা যাবে কিন্তু সফল হওয়া যাবে না আর সেখানে সফলতা নেই সে বাঁচার কোন অর্থও থাকতে পারে না, তাই "Do or Die" এই তত্ত্বকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। যাতে বেঁচে থাকলে বিজয়ের উল্লাস করতে করতে জীবন কাটিয়ে দেয়া যাবে নচেৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াই শ্রেয় হবে। কেননা কথায় আছে, টিকে থাকাই চরম স্বার্থকতা নয়। তাই দৃঢ় প্রত্যয় নিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর মাঝে বিচরণ করতে হবে আমাদের সকলকে। এইটা হোক আমাদের জীবনের প্রত্যয়।
 
 Do or Die

'গল্প হলেও স্বপ্ন' -- মোঃ হেলাল উদ্দিন

বাড়ি ভর্তি মেহমান। সবাই তাদের মেহমানদারি করাতে ব্যস্ত, কিন্তু তরু আর শশী মত্ত আছে তাদের গল্পের মাঝে। বলে রাখা ভালো এই তরু আর শশী হলো সদ্য বিবাহিত এক দম্পতি। তাই এদের গল্পের সময় আর অসময় নেই। আজও তেমনি গল্পের মাঝেই হঠাৎ শশী বলে উঠলো এই তরু, তুমি কি জানো আমি কে?
এই কথা শুনে তরু হাসতে লাগলো আর বললো জানবো না কেন? তুমিতো আমার শশী।
শশী এবার সিরিয়াসলি বললো, না তরু, না। আমি শশী না। শশীর আড়ালেও আমার একটা আলাদা পরিচয় আছে, যা অনেকেই জানে না, তুমি জানো না।
এবাব তরু সত্যিই অবাক হয়ে যায়। সে বিস্মিত চোখে শশীর কাছে জানতে চাই তার আসল পরিচয় কি? শশী আস্তে আস্তে বলতে শুরু করে তার জীবনের সত্যিটা।
আমার আসল নাম ঋতু ঘোষ। আমার বয়স যখন দশ বছরের মতো হবে, তখন রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাই। এখন যাদের মা বাবা বলে ডাকি, তারাই আমাকে আশ্রয় দেয়, লেখা-পড়া করায়, তাদের কারনেই আজ আমি প্রতিষ্ঠিত। এখন তাদের পরিচয় ই আমার বড় পরিচয়।
তরু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শশীর মুখের দিকে। এ কি বলছে শশী, এটা কি করে সম্ভব? এতো বড় সত্যিই কিভাবে গোপন রেখেছিল এতো দিন? এর কোন উত্তর খুজে পায় না তরু। তবুও তরু প্রশ্ন করে শশীকে, আচ্ছা তোমার আসল মা-বাবা কোন দিন কি তোমাকে খুজেনি?
শশী সাবলীল ভাষায় উত্তর দেয়, জানতাম মা আমাকে খুঁজতে মাঝে মাঝেই পাশের এলাকাতে, এমনকি পাশের বাড়ি পর্যন্ত আসত যদি আমার দেখা পায়, কিন্তু কখনো আমার দেখা পায়নি আর আমিও কখনো মায়ের সাথে দেখা করিনি।
একথা শুনে তরু আরো অবাক হয়ে যায় এবং শশীকে উদ্দেশ্য করে বলে উঠে, তুমিতো দেখি ছোট বেলা থেকেই অনেক পাষাণ, অনেক নিষ্ঠুর।
তরুর একথা শুনে শশী অট্ট হাসিতে ফেটে পরে আর তার হাসির শব্দে তরুর ঘুম ভেঙ্গে যায়, সে চোখ খুলে দেখে একি শশীতো দিব্যি ঘুমাচ্ছে। তরুর মনে বার বার প্রশ্ন এ কি দেখলো সে?? এটাই কি সত্যিই?? কি করে তা শশীকে জিজ্ঞাস করবে, এই ভাবতে ভাবতে তরু আবার ঘুমিয়ে পড়ে।
 
 
'গল্প হলেও স্বপ্ন'