Friday, July 12, 2024

Do or Die -- মোঃ হেলাল উদ্দিন

 'জীবন হলো খাটি, করুণ বাস্তবতা,,,,।' কথাটা মনে হয় না কেই অস্বীকার করতে পারবে। জীবনের কোন না কোন পর্যায়ে এসে এমন বাস্তবার মুখোমুখি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেননা এই পৃথিবীতে সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মহামানবের পরিচয় পাওয়া যাবে, যাদের মাধ্যমে পৃথিবীর পরির্বতন সাধিত। তবে এই পরিবর্তন খুব সহজে হয়েছে তা কিন্তু নয়। পৃথিবীর  প্রতিটা পরিবর্তনের, পৃথিবীর পরিবর্তিত প্রতিটা মানুষের পরিবর্তনের ইতিহাস অনেক বাধা-বিপত্তির ইতিহাস। যে ইতিহাস থেকে আমরা পরিবর্তনকামী মানবকুল শিক্ষা নিয়ে থাকে এবং এর মাধ্যমে আরো ভিন্ন কোন পরিবর্তনের কৌশল রচনা করে থাকি। শুধু কৌশলই নয়, সত্যিকারের নতুন নতুন পরিবর্তন সাধিত করে থাকি। এভাবেই পৃথিবী এবং পৃথিবীর মানুষ উন্নতির শিখরে পৌছে থাকি। এই পরিবর্তন করতে গিয়ে আমরা যত ধরনের বাধার সম্মুখীন হই তখন কোন ভাবেই ভেঙ্গে পরা যাবে না। ভেঙ্গে পড়লে বেঁচে থাকা যাবে কিন্তু সফল হওয়া যাবে না আর সেখানে সফলতা নেই সে বাঁচার কোন অর্থও থাকতে পারে না, তাই "Do or Die" এই তত্ত্বকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। যাতে বেঁচে থাকলে বিজয়ের উল্লাস করতে করতে জীবন কাটিয়ে দেয়া যাবে নচেৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াই শ্রেয় হবে। কেননা কথায় আছে, টিকে থাকাই চরম স্বার্থকতা নয়। তাই দৃঢ় প্রত্যয় নিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর মাঝে বিচরণ করতে হবে আমাদের সকলকে। এইটা হোক আমাদের জীবনের প্রত্যয়।
 
 Do or Die

1 comment: