ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি
এ কথা হাজার বার বলা যায় মুখে,
কিন্তু ভালোবাসার প্রকাশ?
ভালোবাসি মুখে বললেই হয়ে যায় না।
ভালোবাসা কার্যে প্রকাশ পায়।
তোমাকে ছাড়া বাঁচতে পারবো না,
তুমি আমার দিন রাত, জীবন, কতো কিছু
কিন্তু? তোমার উপর ভরসা রাখি না।,
তোমাকে বিশ্বাস করতে পারি না,
এরই নাম কি তবে ভালোবাসা?
জানিনা, এখন জানতে ইচ্ছেও করে না।
কারণ, আমার কাছে ভালোবাসা মানে
শৃঙ্খলে আবদ্ধ, বাকরুদ্ধ জীবনের নাম না।
ভালোবাসায় বিশ্বাস থাকার দরকার
বিশ্বাসের মর্যাদা দেয়া দরকার,
ভালোবাসায় স্বাধীনতা থাকা দরকার।
খাঁচায় বদ্ধ করে পাখি পোষার নাম ভালোবাসা না।
খাঁচার বাইরে রেখে ধরে রাখতে পারাটাই ভালোবাসা।
ভালোবাসলে পাখি কখনো উড়ে যায় না,
সে ঘুরে ফিরে তার কাছেই আসে।
কারণ সেই ভালোবাসা অন্য কোথাও পায় না।
ভালোবাসা এমনই হতে হয়,
ভালোবাসা তৈরি হয়, ভালবাসা সৃষ্টি করতে হয়।
ভালোবাসলে বিশ্বাস করতে হয়।
ভালোবাসা হারায় না, হারাতে পারে না।
ভালোবাসার নীল নকশা
No comments:
Post a Comment