Thursday, December 7, 2023

অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন

 

অনামিকা
কি নাম দিব তোমার
অণিমা, তনিমা কিংবা
থাকুক না অনামিকা
নাম দিয়ে কি-বা হবে
তুমি যে তোমার তুলনা।।


অনামিকা
তুমি জানোনা
তোমায় দেখার পর
আমার মনের মাঝে সৃষ্টি হলো
অজানা এক ভালো লাগা
যে ভালো লাগার নেই কোন সীমানা।।


অনামিকা
তোমার ডাগর চোখের চাহনি দেখে
মনে হয় তুমিই জীবনানন্দের বনলতা
তোমার চোখে কাজল নেই জানি
তবুও দেখে মনে হয় বিধাতা নিজ হাতে
কাজল দিয়ে সাজিয়েছে দু'চোখ তোমার।।


অনামিকা
তোমার বাঁশির মতো নাক
নাকের ডগায় এক বিন্দু ঘাম
তোমায় করেছে অনন্যা
তাইতো তুমি হলে
অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা।।


অনামিকা
তোমার গোলাপ ফোটা দু'টি ঠোট
ঠোটের কোণে এক চিলতে মিষ্টি হাসি
দেখে বার বার ইচ্ছে করে
তোমার প্রেমে নিজেকে করি বিলীন
হয়ে থাকি সারা জীবন তোমার প্রেম ভিখারী।।


অনামিকা
তোমার মেঘ কালো কেশের
মৃদু বাতাসে হালকা উড়োউড়ি
শ্রাবস্তীর কারুকাজকেও হার মানায়
মনে হয় বাধা পড়ে থাকি জীবনের তরে
চুলের বেনীর বাধনে তোমায় ভালোবেসে।।


অনামিকা
তোমার উপমার কোন শেষ হবে না
তোমার লতার মতো দেহখানা
সুউচ্চ বক্ষ ঢেউ খেলানো বাহু
হাটার তালে তালে তৈরি হওয়া ছন্দ
দেখে মনের মাঝে সৃষ্টি হয় দ্বন্দ্ব।।


অনামিকা
কে তুমি? কি তোমার নাম
এসব না হয় নাইবা জানলাম
শুধু জেনে নিলাম
তুমি বিধাতার সৃষ্টি অম্লান
তুমি আমার ভালোবাসার নাম।।


অনামিকা
হয়তো তোমার সাথে আবার দেখা হবে
নয়তো আর কখনো হবে না দেখা
তাই বলে ভেবোনা তুমি থাকবে অদেখা
তুমি আছো, তুমি থাকবে
আমার চোখের মাঝে হৃদয়ের ভাঁজে।।


অনামিকা
তুমি থাকবে, আমার ভালোবাসা হয়ে
আমার জীবনের তরে, আমায় ভালোবেসে।।

 অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন
 

অনামিকা-০২ -- মোঃ হেলাল উদ্দিন

অনামিকা,
তোমার জন্য রেখেছি জমা
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা
তোমার জন্য করছি এই আমি অপেক্ষা।
তোমার জন্য হৃদয়ে আছে আমার মায়া
তোমাকে পাবার জন্য আমার এই অপেক্ষা
তোমার জন্য আমার এইতো বেঁচে থাকা।
অনামিকা,
তোমার জন্য আমার স্বপ্ন চোখে দেখা
তোমার জন্য আমার মনে আসে ভাবনা
তোমার জন্য আমার সকল কবিতা লেখা।
তোমার জন্য হয় আমার সোনালী সকাল দেখা
তোমার জন্য ক্লান্ত দুপুর উদাস বিকেল বেলা
তোমার জন্য রাত্রি নিশি আমার জেগে থাকা।।
 
অনামিকা-০২ 

'মেয়ের কাছে বাবার চিঠি' চিঠির ছলে শিক্ষা -- মোঃ হেলাল উদ্দিন

আজকের বইয়ের আলোচনাটা শুরু করি যার জন্য লেখা, যার কাছে লেখা চিঠিগুলো নিয়ে বই সেই মানুষটার কথাগুলো তুলে ধরে।

অধিকাংশ শিশু তার বাবা-মাকে অনুসরণ করে। কিন্তু আমার বাবা-মার মতো অনেকের বাবা-মা এত ভালো সঙ্গী হন না। আমার বাবা-মা সব কিছুতেই উৎসাহী ছিলেন এবং কাউকে উৎসাহী করতে খুব আনন্দ পেতেন। আমি ছিলাম খুব প্রশ্নমুখর। আমার প্রশ্নের উত্তরেই বাবা আমাকে নানা গল্প বলতেন। যার মধ্যে থাকত আমাদের এই পৃথিবী, পৃথিবীতে কীভাবে নারী-পুরুষের বসতি গড়ে উঠেছে, কে কাকে কীভাবে তাড়িয়েছে বা প্রভাবিত করেছে, কীভাবে একের ভাবনা আর এককে প্রভাবিত করে, সেই সঙ্গে সাহিত্য-শিল্প ইত্যাদি। সর্বোপরি তিনি আমাদের এই সুন্দর দেশ সম্বন্ধে বলতে ও লিখতে পছন্দ করতেন। তিনি বলতেন এদেশের কীৰ্তি, চমৎকারিতৃ, পত্তন, পরাধীনতা ইত্যাদি নানা বিষয়। সবচেয়ে গুরুত্বসহকারে তিনি যে বিষয় নিয়ে ভাবতেন তা হলো স্বাধীনতা। তিনি কেবল ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে ভাবতেন না, তিনি ভাবতেন। সারা বিশ্বের সমস্ত মানুষের স্বাধীনতা নিয়ে।
এ বইয়ের চিঠিগুলো যখন লিখেছেন তখন আমার বয়স আট কি নয় বছর। এগুলোর বিষয়বস্তু ছিল পৃথিবীর উদ্ভব এবং মানুষের আত্মসচেতনতা নিয়ে। এ এমন চিঠি নয় যে পড়লাম। আর ফেলে। রাখলাম। এগুলো ছিল মানুষের সজীব দৃষ্টিভঙ্গি এবং চারপাশের জগৎ ও মানুষ সম্বন্ধে উদ্দীপনা সৃষ্টিকারী লেখা। এই চিঠি প্রকৃতিকে বই হিসেবে পড়ার শিক্ষা দেয়। পাথর, উদ্ভিদ, জীবজন্তু, পোকামাকড় জীবনবৈচিত্ৰ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছি আর রাতে দেখেছি আকাশের তারা।
ইতিপূর্বে এই চিঠিগুলো বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। আমি নিশ্চিত বৰ্তমান আকর্ষণীয় পুনর্মুদ্রণ শিশুদের কাছে আরো গ্ৰহণীয় হবে। চিঠিগুলো তাদের ভাবনার মধ্যে নতুন জগতের উন্মোচন ঘটাবে, যেমনটা আমার বেলায় হয়েছিল।
 
- ইন্দিরা গান্ধী
নয়াদিল্লি, ১ নভেম্বর ১৯৭৩
 
বইয়ে চিঠিগুলো সাজানো হয়েছে যেভাবে-
* প্রকৃতিকে জানা
* যেভাবে প্ৰাচীন ইতিহাস লিখিত হলো
* পৃথিবীর সৃষ্টি
* প্রথম প্রাণের অস্তিত্ব
* জীবজন্তু এলো
* মানুষ এলো
* আদিম মানুষ
* নানা জাতির সৃষ্টি
* মানুষের জাতি ও ভাষা
* ভাষার সঙ্গে ভাষার সম্পর্ক
* সভ্যতা কী?
* গোত্র বা গোষ্ঠী গঠন
* ধর্মের সূচনা এবং শ্রম-বিভাজন
* কৃষির মাধ্যমে যত পরিবর্তন
* যেভাবে গোত্রপতি এলেন
* উন্নতি হলো গোত্রপতির
* গোত্রপতি রাজা হলো
* প্রাচীন সভ্যতা
* কয়েকটি বড় প্রাচীন শহর
* মিশর এবং ক্রিট
* চীন এবং ভারতবর্ষ
* সমুদ্রযাত্রা ও ব্যবসাবাণিজ্য
* ভাষা, বর্ণ এবং সংখ্যা
* মানুষের শ্রেণিবিভাগ
* রাজা, মন্দির এবং পুরোহিত
* ফিরে দেখা
* ফসিল এবং ধ্বংসাবশেষ
* আৰ্যদের ভারত আগমন
* আর্যরা কেন ভারতে এলো
* রামায়ণ ও মহাভারত

 
কন্যা ইন্দিরা গান্ধীর ছোটবেলায় তাঁর কাছে কিছু চিঠি লিখেছিলেন নেহরু। সে চিঠিগুলো পরে বই আকারে প্রকাশ পায়, ‘লেটারস ফ্রম অ্যা ফাদার টু হিজ ডটার’ নামে; যা পরবর্তীতে বাংলা ভাষায় ‘বাবার চিঠি’, ‘মেয়ের কাছে বাবার চিঠি’ বা ‘কল্যাণীয়াসু ইন্দু’ নামে অনূদিত হয়েছে। শিশু-কিশোরবান্ধব এই বইটিতে পৃথিবীর ইতিহাস, দর্শন সম্পর্কে সহজ ভাষায় অনেক কিছু বলা হয়েছে যা কি না অনেক কম বয়সেই শিশুদের মনের দরজা-জানালা খুলে দিতে ভূমিকা রাখতে পারে।

 
 
বইঃ মেয়ের কাছে বাবার চিঠি
লেখকঃ জওহরলাল নেহেরু
 

29.01.2023

রক্তক্ষরণ -- মোঃ হেলাল উদ্দিন

 

শরীরের রক্তক্ষরণ সবাই দেখিতে পায়
কিন্তু হৃদয়ের রক্তক্ষরণের খবর কে নেয় হায়
এইতো জগতের নিয়ম
যাহা দেখা যায়, যাহা পাওয়া যায়
তাহার খবর সবাই নিতে চায়
কিন্তু যাহা দেখা যায় না, যাহা নেয়া যায় না
তাহার খবর কেউ নিতে চায় না।।
আমার সবাই আনন্দ চাই, হাসি চাই
আনন্দের কাছাকাছি থাকতে চাই
কিন্তু ক'জনে তা পারে হায়
সবার মুখের হাসিতো আর এক নয়
কেউ হাসির আড়ালে হাজারো দুঃখ লুকায়
সুখে থাকার, আনন্দের অভিনয় করে যায়
কেউ কেউ সুখেই হেসে লুটিপুটি খায়
আমরা কি কখনো তার আসল জানতে চাই
চাই না, জানতে চাই না, দেখতে চাই না
কখনো একটু বুঝতেও চাই না
কাহার ভিতরে কি লুকানো আছে
কেন কেউ চুপটি মেরে থাকে সবার থেকে
কেন কেউ বিনা কারনেও হাসে
কেন কেউ হাসির মাঝে দুঃখ লুকিয়ে রাখে।।
বাহিরের জগত সবাই দেখে, খবর রাখে
হৃদয়ের জগত কেউ দেখে না, দেখতে চায় না
এই জগতের নিয়ম হায়,
সুখের খবর সবাই রাখে, দুঃখের খবর নয়।।

 

  রক্তক্ষরণ 

-- মোঃ হেলাল উদ্দিন

The Role of Bureaucrats in Developing Countries like Bangladesh -- Md. Helal Uddin

 

The Role of Bureaucrats in Developing Countries like Bangladesh

 

Abstract

In the modern state bureaucrats are playing a significant role with the expansion of the government’s duty and responsibility. The duties of bureaucrats are increasing during day to day life in developing countries like Bangladesh. As modern states are welfare states, so they are to complete a great number of works. And for this to depends upon the bureaucrats. Both in developed and developing country bureaucrats play a very important role.

 

Introduction

Regarding this professor Finer says, “the function of the bureaucrats is not merely an improvement of the government indeed without it government itself could be impossible. Efficiency and the anonymity are the two main charestaristics of civil service. But among the bureaucrats of many countries these qualities are not seen. The bureaucrats are the high officials who are engaged in different sectors, departments or divisions according to their merits, skills and performance. In a democratic country after five years election held. So the government change but the bureaucrats are not changed. Here I will discuss about the role of bureaucrats in developing countries like Bangladesh. Before this we have to know about the system of bureaucracy.

 

Definition of Democracy

Literally bureaucracy means desk government. But its practical definition is so broad. According to Professor Finer, The civil is a professional body of officials, permanent, paid and skilled. Its numbers are measures of the activities of the state and an indication of its nature.

According to Professor Ogg, The body of civil servants is an expert, professional, non-political permanent and subordinate staff.

Professor Laski has given a fine and lucid definition of bureaucracy- ‘Bureaucracy is term usually applied to a system of government the control of which is so completely in the hands of officials that their power jeopardizes the liberty of ordinary citizens’. The father of bureaucracy Max Weber pointed out- ‘Bureaucracy is the clear cut divisions of individuals activities with regarded as duties inherent in the office’. He added that, the bureaucracy is the system of administration characterized by expertness, impartiality and the absence of humanity.

 

Characteristics of Bureaucracy

v Bureaucrats are bound to abide by the command from the top level.

v They are governing a principle of hierarchy.

v All servants are appointed according to their qualifications in terms examinations and viva-voce.

v They take the job profession.

v The duties of government servants are essentially easy and routined.

v Their promotion depends on merit and seniority.

v They are capable of attaining the highest degree of efficiency.

v They emphasized on red tape, some absorbed laws and their tread of work.

 

The Role of Bureaucrats Determining Policy

In our country, other country also, bureaucrats particularize the policy of government minister only sign. Government policies are complex. So for this work artistic skilled is must, bureaucrats are those who have those skills.

 

Framing Legislature

In Bangladesh enact any law; bureaucrats play a very important role. Important bills are presented in the parliament are prepared by bureaucrats. They justify ins and outs of the bill and then it’s presented in the parliament.

 

Impact on the Legislature

They supply necessary information regarding different governments departments and organizations. Sometimes they influence conference committee according their own interest.

 

Advisors of Political Rulers

The political leaders are elected by the people. They do not have vast knowledge about the complex affairs of the state. But it is a matter of sorrow that the duties for policy making are vested upon them. Hence the bureaucrats give necessary advice. Professor Finer point out, in the modern state, the higher rank of executive….advice the policy makers.

 

Mediation among Different Groups

Bureaucrats are many and multifaceted groups in a country. They try to get there out most privilege and interest making pressure on government. In this situation, the bureaucrats work as a mediator and solve the problem through proper negotiations and help to maintain sustainable situation in the state.

 

Implementing Legislations and Policies

Bureaucrats are not only draw up laws and principles but also sustainable them. Indeed the bureaucracy is more influential in this regard. They can repel and enact any law according to their necessary.

 

Keeping contract between the Public and Government

In Bangladesh, bureaucrats play the role of liaison between the government and the public. They inform the people about the government activities and people inform them about their problems and want solutions. Bureaucrats surely play a vital role in information communication. They send information from one department to another to sustain a close relationship. The government directly depends on them for information and hence on the basis of the information, the government takes decision. As a result, the government does not face any problem to decide anything within the state.

 

In terms of the Betterments of the State and the Administration

The excellence of the administration of any county depends on bureaucracy. In this affairs the US philosopher Jhon Dewey said- A final important function of bureaucrats is that of their own internal management.

 

Implementation of Social Change

Bureaucrats play role in social change. They help the government to understand the changing social demands and find out the way to fulfill them.

 

Non-political Role

Bureaucrats play non-political role in their service life. But it is a matter of regret that bureaucrats in Bangladesh, to a large extend are derailed, very often they are found in liaison with ruling political party. Sometimes ruling political party oppresses the bureaucrats who do not submit themselves to the whom of the ministers on leaders. We have witnessed such quarrel between ministers and bureaucrats.

 

The Role and Functions of Bureaucrats in Developing Countries

In globalization age, the role and functions of bureaucrats is so much important in developing countries. In modern liberal democratic system bureaucracy is an inseparable part of the government. In the welfare state, the government always tries to fulfill the various demands of people. The increasing of governmental role and function increase the responsibility and liability of a bureaucrat. So, in developing county the role and functions of government highly depends on bureaucrat. According to prof. Finer- The functions of the civil servant in the modern state is not merely on improvement of government; without it indeed government itself would be impossible. The bureaucrat performs in favorers of the state ins and outs of important task.

 

Conclusion

In fine we can say that the role of bureaucrats can not be ignored in Bangladesh, a developing county. They play very significant role in our social, political and economic change. Bureaucrats are the life blood of any democratic country who can reform the society by their skilled hands. So, if they can avoid corruption, nepotism, and impartial political attitude, Bangladesh with improve faster.

 

The Role of Bureaucrats in Developing Countries like Bangladesh 

-- Md. Helal Uddin

Sunday, December 3, 2023

মায়াবী কন্যা -- মোঃ হেলাল উদ্দিন

ওগো মায়াবী কন্যা
তোমার চোখে প্রেমের বন্যা
তোমার চোখের পানে চেয়ে
প্রেমের বানে যাচ্ছি আমি ভেসে।।
তোমার অপলক ডাগর চাহনি
হৃদয় কেড়েছে আমার যখন দেখেছি
তোমার চাহনির মায়ায় আমি পড়েছি
চোখ দেখেই তোমায় আমি ভালোবেসেছি।
ওগো মায়াবী কন্যা
তুমি ছাড়া আমি দিশাহারা
বলো তোমার মনের ঠিকানা
তোমার সাথে আমি করবো দেখা।
তোমায় পাবার জন্য আমি
দ্বীপান্তরে যেতে আছি রাজি
তুমি যদি বলো একবার ভালোবাসি
তোমার জন্য ধরতে রাজি জীবনবাজি।
ওগো মায়াবী কন্যা
অমন করে আর তাকিয়েও না
তুমি ছাড়া জীবন আমার বৃথা
একবার তুমি আমায় দেও দেখা।
 
মায়াবী কন্যা 

বুদ্ধদেব গুহ এর 'একটু উঞ্চতার জন্য' -- (পর্যালোচনা -- মোঃ হেলাল উদ্দিন)

বুদ্ধদেব গুহ এর উপন্যাস 'একটু উঞ্চতার জন্য' প্রথম পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার শেষে। তখন দুই একটা উপন্যাস পড়লেও লেখার মূল বিষয়গুলো ভালো করে বুঝবার বা বিশ্লেষণের ক্ষমতা নিজের মধ্যে তৈরি হয়নি। সেই সময়ে এই উপন্যাসের মধ্যে প্রকৃতির প্রেমটাই বড় করে দেখা গিয়েছিলো, কিন্তু উপন্যাটি যতোটা না প্রকৃতি প্রেমের তারচেয়ে বেশি মানুষের বিশেষ করে নর-নারীর পারস্পারিক সম্পর্ক বিশ্লেষণের।

উপন্যাসের প্রথম প্রধান চরিত্র সুকুমার বোস, একজন নামকরা উকিল, সাথে সাথে তিনি লেখকও । দ্বিতীয় প্রধান চরিত্র রমা, যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সুকুমার। তৃতীয় প্রধান যে চরিত্র ছুটি, তিনি স্বাধীনচেতা এক নারী এবং লেখক সুকুমারের একনিষ্ঠ পাঠক। সুকুমার বোস তার পেশা ও লেখার ব্যস্ততার মাঝেও স্ত্রী, পুত্রের দায়িত্ব পালনে সচেতন থাকলেও সময়ে সাথে সাথে তাদের স্বামী-স্ত্রীর পারস্পারিক সম্পর্কের মধ্যে টানাপোড়ন শুরু হয়ে যায়। রমা স্বামীর সফলতা চাইলেও সে চাইতো তাকে বেশি সময় দেক, পার্কে ঘুরতে যাক, তাকে নিয়ে সিনেমা দেখুক। কিন্তু সুকুমার তার কাজের ব্যস্ততায় দু'জন দু'জনের থেকে দূরে চলে যায়। দুইজনের সম্পর্কে নেমে আসে শীতলতা। যতোদিনে ভুল বুঝতে পারেন ততোদিনে রমাও নিজেকে বদলে ফেলেন, যেখান থেকে ফিরে আসা ছিলো অসম্ভব।
 
এরই মাঝে হাজির হয় ছুটি, যে তার অফিস ছুটির দিনগুলোতে দূর রাচী থেকে দেখা করতে আসতো প্রিয় লেখক সুকুমার বোসের সাথে। সম্পর্কের শীতলতম সময়ে একটু উঞ্চতার ছোয়ায় তারা জড়িয়ে পড়ে নতুন একটা সম্পর্কে। যদিও সুকুমারের স্ত্রী, পুত্র ও পরিবারের প্রতি দায়িত্বশীলতায় মাঝে মাঝেই দেখা করার সুযোগ হতো না, কিন্তু সম্পর্কে এড়িয়ে যেতে পারেনি। এদিকে রমা বোস আবার নতুন করে টান অনুভব করে স্বামীর প্রতি, ফিরে আসে সুকুমারের কাছে। কিন্তু সুকুমার, যে চেয়েছিলো সফলতা, ইচ্ছে ছিলো সুখী হবার, সে কি পারবে তা।
 
উপন্যাসের পার্শ্ব চরিত্রগুলোও গুরুত্বপূর্ণ। একটি চরিত্রে আছেন এক নিঃসঙ্গ মানুষ মিঃ বোয়েলস, শৈলেন-নয়নতারা, লাবু, নুড়ানি, মিসেস কার্নি এবং প্যাট । প্রতিটি চরিত্রই আলাদা আলাদা। লাবুর জন্য অনেক মায়ার জন্ম হবে মনে, সাথে শৈলেনের জন্য মন খারাপ করবেন। প্যাটের মধ্যে আছে এক সংগ্রামী মনোভাব। এই চরিত্রগুলি উপন্যাসটিকে করেছে আরো পরিপূর্ণ।
 
মোটকথা, উপন্যাসের মধ্যে লেখকের প্রকৃতি প্রেমের এবং প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর বর্ণনার সাথে সাথে নর-নারীর সম্পর্কের এক অসাধারণ বিশ্লেষণ তুলে ধরেছে। এই দুই মিলে উপন্যাসটি হয়ে উঠেছে অতুলনীয়।
 

 একটু উঞ্চতার জন্য -- বুদ্ধদেব গুহ 
(পর্যালোচনা -- মোঃ হেলাল উদ্দিন)