Saturday, August 12, 2023

ভূল -- মোঃ হেলাল উদ্দিন

একদিন হঠাৎ একটা ফোন
একটা সুন্দরী ললনার কন্ঠ
তারপর ভালোবাসা
একসাথে অনেক পথ চলা
হঠাৎ একদিন ভুল বুঝা
তারপর তার চলে যাওয়া।

আবার একদিন একটা ফোন
ভেঙ্গেছে তার ভুল
কিন্তু হয়েছে অনেক দেরী
সে আজ অন্যের ঘরণী।

আর কি তাকে ফিরে পেতে পারি?
 
 
ভূল 

Friday, August 11, 2023

পার্থক্য -- মোঃ হেলাল উদ্দিন

তুমি একটি কবিতা, যার কবি আমি নই

তোমার মাঝে হাজার শব্দ খেলা করে

কিন্তু সেই খেলার সাথী আমি নই

তোমার মাঝে ছন্দ আছে, আছে আনন্দ

আমি সেই আনন্দের ভাগি হতে পারি নই

তোমার মাঝে অফুরান ভালোবাসা আছে

শুধু আমার ছুয়ে দেখার সাহস নেই

তোমার মাঝে প্রেম আছে, বিরহ আছে

আমি শুধু বিরহে পুড়তেই পারি, প্রেমে নেই

তোমার একটা পৃথিবী আছে, এখানেই মিল

আমারও একটা পৃথিবী আছে

তবু পার্থক্য বিরাজমান

তোমার পৃথিবীতে আমি নেই।।

 

পার্থক্য 
-- মোঃ হেলাল উদ্দিন

Thursday, August 10, 2023

ভেসে যাওয়া স্বপ্নরা -- মোঃ হেলাল উদ্দিন

মাঝরাত

বাইরে অঝোর ধারায় বৃষ্টি

সবাই ঘুমের ঘোরে স্বপ্ন বুনছে।

আর আমি?

আমি জেগে আছি একা

কোথাও কেউ নেই, কিছু নেই

আছে শুধু টিনের চালে বৃষ্টির শব্দ

আর সাথে আমার ঘুমহীন দু'চোখ ভরা স্বপ্ন।

এমন বৃষ্টির রাতে যদি তুমি পাশে থাকতে!

আমি বেলকুনিতে বসে, হাত রেখে তোমার হাতে

বৃষ্টির ছোঁয়ার সাথে

তোমার ভালোবাসার সুখ নিতাম।

হ্যাঁ, ভালোবাসার সুখ!!

যে সুখের দেখা আজো পাইনি।

মাঝে মাঝেই ভাবি কেন এমন হয়

কেন ভালোবাসা আমার কাছে ধরা দেয় না

কেন দু'চোখের স্বপ্ন আমার দু'চোখেই থেকে যায়?

না-কি আমিই ভালোবাসতে জানি না

ভালোবাসা বুঝি না।

না কোন কিছুরই উত্তর মিলেনি, আজো মিলছে না।

তবুও বৃষ্টি পরছে, টিনের চালে ঝুমঝুম শব্দ হচ্ছে

আর আমার স্বপ্নরা, আমার ভাবনাগুলো

বৃষ্টির জলে ভেসে যাচ্ছে ঠিকানা বিহীন।

 

_______________
06/07/2016

ভালোবাসার গল্প -- মোঃ হেলাল উদ্দিন

বৃষ্টিভেজা এক দুপুরবেলা

তোমার আমার প্রথম দেখা

এরপর ভালো লাগা ভালোবাসা

দুইটি মনের মিলন হওয়া

তাইতো স্বপ্ন দেখে দু'টি মন

কবে হবে মধুর মিলন

পাশাপাশি থাকবে সারাক্ষণ

এই ভেবে কাটে ক্ষণ

জানি একদিন হবেই

দু'জনার স্বপ্ন পূরণ।।

 

ভালোবাসার গল্প 

-- মোঃ হেলাল উদ্দিন