Friday, January 13, 2023

দেখা অদেখা -- মোঃ হেলাল উদ্দিন

তোমার সাথে শেষ কবে দেখা হয়েছিল

প্রায় ভুলতে বসে ছিলাম।

আজ আবার দেখে মনে হলো

হ্যাঁ এইতো সেদিনই দেখা হয়েছিল।

তুমি ঠিক আগের মতোই আছো

যেমন দেখেছি তোমায় প্রথম বার।

তোমায় এমন করেই দেখতে চাই

শেষবার পর্যন্ত জীবনে আমার।

_________
______
দেখা অদেখা 
04/06/2016

No comments:

Post a Comment