Teacher, Writer & Researcher
তোমার সাথে শেষ কবে দেখা হয়েছিল
প্রায় ভুলতে বসে ছিলাম।
আজ আবার দেখে মনে হলো
হ্যাঁ এইতো সেদিনই দেখা হয়েছিল।
তুমি ঠিক আগের মতোই আছো
যেমন দেখেছি তোমায় প্রথম বার।
তোমায় এমন করেই দেখতে চাই
শেষবার পর্যন্ত জীবনে আমার।
No comments:
Post a Comment