মাধবীলতা
সময় বড়ই বেরসিক
কোন কিছুই বুঝতে চায় না সে
না বুঝে ভালোবাসা না বুঝে মনের কথা
না বুঝে কারো দুঃখ-ব্যাথা কিংবা মনের জ্বালা।
মাধবীলতা
সময়ের নেই কোন রোমান্টিকতা
নেই কোন দয়া-মায়া, আনন্দ-বেদনা
না জানে ভালোবাসতে না জানে কাছে রাখতে
না পারে দুঃখ-বেদনা মুছতে না পারে হাসিতে রাখতে।
মাধবীলতা
সময়ের নেই কোন চিন্তা-চেতনা
নেই কোন আনন্দ-বেদনা হাসি-কান্না
নেই কোন দুঃখ-ব্যাথা কিংবা অশ্রু-কান্না
সময় বুঝে শুধু অবাধ গতিতে তার নিজের ছুটে চলা।
মাধবীলতা
এটাই কি সময়ের খেলা
এটাই কি নিয়মের বাধনে বাধা
এই মেনেই কি আমাদের জীবনের চলা।
মাধবীলতা
সময় কেন বুঝে না ভালোবাসা
কেন দিতে চায় না কাছে থাকার অাশা
কেন দেয় না সুখে থাকার অনন্ত প্রত্যাশা।
মাধবীলতা
আমি উত্তর খুঁজে পাই না
কোন কিছুই খুঁজে পাই না তার কাছে।
মাধবীলতা
তবু কৃতজ্ঞতা তার কাছে
যেটুকু দিয়ে সে আমাকে অল্পতে।
মাধবীলতা
এ ক'টা দিন এভাবেই যাক না।
মাধবীলতা
এভাবেই হোক ক'দিন আমাদের ভালো থাকা।
সময় বেশি দিন মোদের সাথে এভাবে করো না।
মাধবীলতা-০১
No comments:
Post a Comment