তোমায় দেখেছি গোপনে
দেখেছি যতনে
দেখেছি তোমায় হৃদয়ের
গভীর গাহনে।
কতোদিন ভেবেছি আর নয়
গোপন দেখা
আর নয় দূরে দূরে থাকা
তবু হয়নি তা করা
তুমি যা ভাবো, তুমি যা করো
নেই তো মানা
শুধু বলে যাই হৃদয়ের জমানো কিছু কথা
তোমার নয়নে আমি স্বপন দেখেছি
তোমার বদনে আমি মায়া পেয়েছি
তোমার হাসিতে পেয়েছি সুখের ছোয়া
তুমি নয়তো হেলেন, নয়তো বনলতা
তুমি যে শুধু, শুধুই আমার কবিতা
তুমি আমার কবিতা
শুধুই আমার কবিতা।
ReplyDelete