লুকিয়ে লুকিয়ে কারো লেখা চিঠি পড়েছেন কি কেউ? কিংবা অন্যের চিঠি চুরি করে পড়ে দেখেছেন কি কেউ? উত্তর দেবার দরকার নেই, শুধু জানতে চেয়ে গেলাম। কারন এই চিঠিপত্র নিয়েই একটা বই "নজরুলের পত্রাবলি" নিয়ে কয়েকটা কথা বলার খাতিরে এই প্রশ্ন।
বিশ্ব-সাহিত্য ভুবনে পত্র-সাহিত্য বলে একটা কথা আছে। কিন্তু সকল পত্র সাহিত্য হয়, কোন কোন পত্র সাহিত্যের মর্যাদা পায়।যেমন পেয়েছে কিটস্ কিংবা রবীন্দ্রনাথ এর মতো লেখকদের পত্র সমূহ। পত্র সাহিত্যের মর্যাদা পাওয়া ব্যক্তিদের মধ্যে কাজী নজরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত। তবে নজরুলের অন্যান্য সাহিত্য যতো বেশি জনপ্রিয় এবং পরিচিত, তার পত্র-সাহিত্য এতো বেশি পরিচিতি লাভ করতে পারেনি। এটা হয়তো প্রকাশ এবং প্রচারের কারনে হতে পারে।
আত্মজীবনীমূলক উপন্যাস হিসাবে নজরুল 'বাঁধন-হারা' লিখেছেন, যা একটি পত্রোপন্যাস। তবে এই পত্রাবলি একটি পরিকল্পিত লেখা, যা সাধারণ পত্র থেকে আলাদা। বর্তমানে বই হিসাবে 'নজরুলের পত্রাবলি' হলো তার ব্যক্তি জীবনের সেই সকল পত্রের সমষ্টি যা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করতে, লেখালেখির জন্য যোগাযোগ করতে কিংবা অন্য কোন কারনে লিখেছিলেন। বইটিতে মোট চুরাশিটি পত্রের সংগ্রহ আছে, যা এখন পর্যন্ত পাওয়া সকল পত্রের সমষ্টি।
ডিজিটালাইজেশনের এই যুগে পত্রের প্রচলন আর না থাকলেও পুরানো সেই দিনের পত্রগুলোর কদর এখনো সাহিত্যপ্রেমীদের কাছে রয়েছে। এই পত্রগুলোর মাধ্যমে ব্যক্তির একান্ত কথাগুলো প্রকাশ পায় যা তার অন্য লেখায় প্রকাশ পায় না। নজরুলের লেখা পত্রগুলোর মধ্যেও তার রস-বোধ, আর্থিক সংকট, রাজনৈতিক ভাবনা, মানবতাবোধ ইত্যাদি অপূর্ব সুন্দর ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এমনকি ভয়াবহ আর্থিক সংকটের বিষয়টিও সরস ভাবে উপস্থাপন করেছেন। সাহিত্যের প্রতিটি শাখায় নজরুলে স্বাচ্ছন্দে বিচরণ ছিলো এবং সমান জনপ্রিয়তাও পেয়েছেন। তার লেখাপত্রগুলোও এর ব্যতিক্রম নয়।
বইঃ নজরুলের পত্রাবলি
প্রকাশকঃ কবি নজরুল ইনস্টিটিউড
মূল্যঃ ১৭০ টাকা
'নজরুলের পত্রাবলি' -- মোঃ হেলাল উদ্দিন
তথ্যবহুল আলোচনা।
ReplyDelete