Thursday, November 14, 2024

বুদ্ধিজীবীদের স্মরণে -- মোঃ হেলাল উদ্দিন

 
দেশের তরে জীবন দিল যারা,

তাদের মধ্যে ছিলা তোমরা বুদ্ধিজীবীরা।

চৌদ্দ ডিসেম্বর বিজয়ের দু'দিন আগে,

পরিকল্পিত ভাবে হত্যা করলো তাদেরকে।

এই হামলায় শুধু হানাদার বাহিনী নয়,

জড়িত ছিল কতিপয় দোসর এই বাংলার।

কি পাইলি হে অভাগা দোসর বাঙালি,

করে মোদের সাথে এমন বেঈমানি।

কবি সাহিত্যিক ডাক্তার সাংবাদিক, 

আরো কত জন যে জীবন করলে বিলীন। 

তোমাদের তরে শ্রদ্ধা মোদের,

তোমরাই মোদের পথ দেখালে।

সেই পথে আজ এগিয়ে যাচ্ছি মোরা,

এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ।

তোমরা ছিলে তোমরা আছো,

থাকবে তোমরা চিরতরে এই বাংলায় ।

------------------

বুদ্ধিজীবীদের স্মরণে 

-- মোঃ হেলাল উদ্দিন

১৪.১২.২০১৭

নায়েম।

1 comment: