Thursday, November 16, 2023

একবার আসো -- মোঃ হেলাল উদ্দিন

একবার দেখগো আসিয়া

তুমি ছাড়া একা একা কেমন আছে প্রিয়া

একা একা বেঁচে থাকা কি যে যাতনা

কোন দিনও তুমি তাহা বুঝতে পারবে না

কেমন করে পারলে তুমি ভুলে থাকতে আমায়

আমি আজও পারিনি তো ভুলতে তোমায়

কেমন করে ভাঙ্গলে তুমি আমার হৃদয়

আমি আজও বসে থাকি তোমারই আশায়

তুমি ছাড়া কাটেনাগো একদিনও আমার

ফিরে এসো ওগো প্রিয় হৃদয়ে আমার।।

একবার আসো 

-- মোঃ হেলাল উদ্দিন

Sunday, November 12, 2023

তোমাকে পাবার আশায় -- মোঃ হেলাল উদ্দিন

তোমাকে পাবার আশায়
কতরাত কেটেছে বিনিদ্রায়
কতদিন কেটেছে শুধু ঘুরে
কতবার গিয়েছি তোমার কাছে
তবুও পাইনি তোমায়
এ আমার চরম ব্যর্থতা।

তোমাকে পাবার আশায়
দিবানিশি ভাবি শুধু তোমায়
আঁকি তোমার ছবি কল্পনায়।

এসো হে প্রিয়তমা
এসো আমার শূণ্য হৃদয়।

বিরহ জ্বালায় হৃদয় পোড়ায়
তোমাকে না পাওয়ার বেদনায়
অপেক্ষায় প্রহর গুনছি তোমার
যে প্রহর মৃত্যুর চেয়ে যন্ত্রণার
তবু আছি তোমার অপেক্ষায়।

এসো হে প্রিয়তমা
এসো আমার শূণ্য হৃদয়।।

তোমাকে পাবার আশায়