Tuesday, April 5, 2022

অধরা ভালোবাসা -- মোঃ হেলাল উদ্দিন

 ______

ভালোবাস!

সত্যিই কি অধরা?

না কি শুধুই আমার কাছেই

চির অধরা।

_________

তারে ধরতে গেলে

যায় না ধরা,

কাছে যেতেই অনেক বাধা

এই কি তবে ভালোবাসা।

_______

ভালোবাসা

সত্যিই কি থেকে যাবে

আজও অধরা।

____________

©মোঃ হেলাল উদ্দিন®

 ০৫/০৪/২০১৬

Monday, April 4, 2022

বসন্ত আসবে -- মোঃ হেলাল উদ্দিন

 কাশফুলেরা শুকিয়ে যাচ্ছে
তুমি আসলে না বলে
শরতের আকাশে কুয়াশা জমেছে
তোমার অপেক্ষায় থেকে
তুমি আসলে না
তোমার স্পর্শে নিলে না টেনে।
তবু অপেক্ষায় আছি
শীতের শেষে বসন্ত আসবে বলে।
ফাগুনের আগুন নিয়ে
তুমি চলে এসো এই ভালোবাসার বুকে
জ্বালিয়ে পুড়িয়ে যাচাই করে দেখো
কতো ভালোবাসি তোমাকে।
শীত বসন্তের দেশে
নতুন করে সময় আসে বারে বারে
শুধু তোমায় রেখে দেই অন্তরে
প্রতিক্ষণে নতুন করে ভালোবেসে।

 


বসন্ত আসবে 

-- মোঃ হেলাল উদ্দিন