Monday, February 14, 2022

মায়াবিনী -- মোঃ হেলাল উদ্দিন

 

 মায়াবিনী
অনেক দিন থেকেই ভাবছি
একটা কবিতা লিখবো, কিন্তু
কবিতার শিরোনাম, পটভূমি যে
খুঁজে পাচ্ছি না।
কেমন করে যে কবিতাটা লিখি
এর সমাধানও মিলছে না।
আচ্ছা, মায়াবিনী
কবিতায় কি শুধুই বাস্তবতা থাকে
না কি মনের কল্পনাও কবিতায় রুপ নেয়,
একবার ভেবে বলবে কি?
কোথায় যেন পড়েছিলাম কবিতাই জীবন
জীবনের নাম-ই কবিতা।
কথাটা কতোটুকু সত্য জানি না
জানতে চাইও না।
আমি জানি, আমার মনের ভাবনাই কবিতা
তা কারো জীবনের সাথে মিলে যেতে পারে
আবার মিলে যেতে নাও পারে এই পৃথিবীর
কোন ধরনের বাস্তবতার সাথে।


মায়াবিনী
আমি আশাবাদী মানুষ
আশাই আমাকে বাঁচিয়ে রেখেছে
পথ চলতে সাহায্য করছে নতুন পথে,
তবু মাঝে মাঝে হতাশার চাদর
আশার পথকে অবরুদ্ধ করতে চাচ্ছে,
আমাকে সামনে আগাতে বাধা দিচ্ছে,
আমি হতাশায় হাবুডুবু খাচ্ছি।
তবু আমি হারতে রাজি না।


মায়াবিনী
হার মানা নামের শব্দ আমার কাছে নাই
কবিতা আমি লিখবোই
শিরোনামহীন কবিতা, পটভূমিহীন কবিতা
তবু জীবনকে থামিয়ে রাখবো না
রাখতে পারবো না, রাখা সম্ভাবও না।
জীবন চলছে, পৃথিবী চলছে
সবকিছুই যেমন আছে, তেমনই থাকবে
বা পাল্টে যাবে অনেক কিছুই।
ভাঙ্গা গড়ার এই পৃথিবীর বুকে
আসবে যাবে এইতো নিয়ম
এই নিয়মের মাঝেই আমি রচনা করব
আমার জীবন।

মায়াবিনী 

-- মোঃ হেলাল উদ্দিন

১০/০৮/২০১৭

Monday, February 7, 2022

আজ এই পথে -- মোঃ হেলাল উদ্দিন

 আজ এই পথেই হবে মোর
জীবনের অবসান
মুক্তি পাবে সকল শান্তিরা
গুছে যাবে সকলের দুঃখ ব্যথা
ভেঙ্গে যাবে বদ্ধ দেয়ালের দরজা
খুলে যাবে সীমাহীন সুখের জানালা।।
আজ এই পথেই হবে মোর
শেষ পথ চলা
আজ ভুলে যাবো জীবনের যতো চাওয়া
ভুলে যাবো জীবনের যতো পাওয়া
ভুলে যাবো, দিয়ে যাবো সব স্বাধীনতা
করে যাবো মুক্ত তোমার সুখের দেখা।।
আজ এই পথে খুঁজে নেব মোর
জীবনের শেষ ঠিকানা
খুঁজে নেব মোর সব ব্যর্থতা আর সফলতা
আজ ফুরাবে তোমার সকল দুঃখ, কষ্ট, বেদনা
ভাঙ্গবে তোমার কষ্টের সীমানা খুলবো তোমার
অসীম সুখের আর পূর্ণতার পর্দা।।
আজ এই পথেই খুঁজে নেব মোর
জীবনের শেষ ঠিকানা
তুমি পাবে না, কোন দিনও পাবে আর
কোন দুঃখ, কষ্ট, যন্ত্রণার দেখা।।
আজ এই পথেই শেষ হবে মোর
জীবনের শেষ পথ চলা।।
আজ এই পথেই শুরু হবে তোমার
সুখের নতুন ঠিকানা।।


আজ এই পথে 

-- মোঃ হেলাল উদ্দিন