জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে দুইবার চীন সফর করেন। সে সময় চীন দেশকে নয়াচীন-ই বলা হত। প্রথমবার তিনি সফর করেন ১৯৫২ সালে এবং দ্বিতীয়বার ১৯৫৭ সালে। বঙ্গবন্ধু ১৯৫২ সালে পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে নয়াচীন ভ্রমণ করেন। উদ্দেশ্য ছিল ২ থেকে ১২ ই অক্টোবর চীনে অনুষ্ঠিত ‘পিস কনফারেন্স অফ দি এশিয়ান এন্ড প্যাসেফিক রিজিওন্স’ সম্মেলনে যোগদান করা। বঙ্গবন্ধু ১৯৫৭ সালে দ্বিতীয়বার চীন সফর করেন পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে। তখন তিনি যুক্তফ্রন্টের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রী ছিলেন। সংক্ষেপে বলা হত শ্রম মন্ত্রী।
বঙ্গবন্ধু তাঁর ১৯৫২ সালের নয়াচীন সফরের স্মৃতিনির্ভর ভ্রমণ কাহিনী ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দি থাকাকালে রচনা করেন। ২০২০ সালে বাংলা একাডেমি বঙ্গবন্ধু রচিত চীন সফরের ভ্রমণকাহিনী নিয়ে প্রকাশ করে ‘আমার দেখা নয়াচীন’ বইটি। এ বইটি মূলত বঙ্গবন্ধুর ১৯৫২ সালের নয়াচীন সফরের ভ্রমণকাহিনী নিয়ে। এখানে ১৯৫৭ সালের চীন সফরের বর্ণনা নেই। কারণ ১৯৫৭ সালের চীন সফরের কোন পান্ডুলিপি পাওয়া যায়নি। তবে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশ সফর করার সময় ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর চীন সফরের কিছু দুর্লভ ছবি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। সে সকল দুর্লভ ছবি এ গ্রন্থে সংযোজন করা হয়েছে।
‘আমার দেখা নয়াচীন’ বইটি ভ্রমণকাহিনী হলেও এখানে বঙ্গবন্ধুর গভীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম, বাঙালি জাতীয়তাবাদ, সাম্রজ্যবাদ বিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক মতাদর্শ প্রভৃতির পরিচয় পাওয়া যায়।
'আমার দেখা নয়াচীন’ গ্রন্থ সম্পর্কিত প্রাথমিক ধারণা
No comments:
Post a Comment