জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘স্মৃতিতিকথা’র নাম ‘অসমাপ্ত আত্মজীবনী’। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে রাজবন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু এ গ্রন্থ রচনা করেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বঙ্গবন্ধুর ১৯৫৫ সাল পর্যন্ত জীবনকাহিনীর বর্ণনা আছে। গ্রন্থটির প্রথম প্রকাশিত হয় জুন, ২০১২। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে প্রকাশিত গ্রন্থটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। গ্রন্থটির প্রচ্ছদ ডিজাইন করেছেন সমর মজুমদার। বঙ্গবন্ধু তাঁর তথ্যবহুল আত্মজীবনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সহজ সরল বর্ণনা করেছেন। এর মধ্য উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হল: ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, পাকিস্তান আন্দোলন, ১৯৪৬ সালের বিহার ও কলকাতার দাঙ্গা, ১৯৪৭ সালের দেশভাগ, ভাষা আন্দোলন, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন প্রভৃতি। এছাড়া বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব, বংশ পরিচয় ও স্কুল-কলেজ জীবনের সামগ্রিক বর্ণনা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন গ্রন্থটিতে। এক কথায়, ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি বঙ্গবন্ধু সম্পর্কে জানা ও পাঠের এক মহামূল্যবান দলিল, যা তাঁর রাজনৈতিক চিন্তা ও দর্শনের পরিধি বুঝতে সহায়ক। গ্রন্থটি প্রকাশে সম্পাদনা, সংশোধন ও প্রুফ দেখার কাজে সম্পৃক্ত ছিলেন শেখ হাসিনা, বেবি মওদুদ ও অধ্যাপক শামসুজ্জামান। ইংরেজি অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ড. ফকরুল আলম।
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ সম্পর্কিত প্রাথমিক ধারণা
No comments:
Post a Comment