Friday, May 26, 2023
'নজরুলের পত্রাবলি' -- মোঃ হেলাল উদ্দিন
Friday, May 19, 2023
আহমদ ছফার 'অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী' উপন্যাসের বয়ান -- মোঃ হেলাল উদ্দিন
উপন্যাসের শুরুটা সোহিনীকে চিঠি দেওয়ার
মাধ্যমে শুরু হলেও, জাহিদ তার অতীত জীবনের দুইজন নারীর স্মৃতিচারণই করেছে।
যারা প্রেয়সী হিসাবে এসেছিলো তার জীবনে। তবে, জাহিদকে কেন্দ্র করে তারা
আবর্তিত হয়নি। বরং দুইজনই এতোই প্রখরা ছিলো যে, জাহিদই বরং আবর্তিত হয়েছে
তাদেরকে কেন্দ্র করে। সেই দুই নারী তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা
দখল করে রয়েছে। তাদের গল্পই জাহিদ চিঠির মাধ্যমে শুনিয়েছে তার বর্তমান
প্রেমিকা সোহিনীকে।
প্রথম যে নারীর কথা জাহিদ শোনায়, তার নাম
দুরদানা আফরাসিয়াব। লোকে তাকে দুরন্ত থান্ডার বলে ডাকতো। নাখালপাড়া থেকে
সাইকেল চালিয়ে আর্ট ইনস্টিটিউটে আসতো। পরনে থাকতো শার্ট-প্যান্ট। সেটা
ষাটের দশকের শেষের দিকের ঘটনা। স্বাভাবিকভাবেই রাস্তার পাশের লোকেরা তার
দিকে অশ্লীল মন্তব্য ছুড়ে দিতো, অশালীন মন্তব্য করতো। দুরদানাও কম যায় না।
সাইকেল থেকে নেমে ওইসব ইতর বদমায়েশদের পেটাতোও সে। এক সময় নিজের নিরাপত্তার
জন্য পকেটে চাকু রাখাও শুরু করে।
দুরদানার সাথে জাহিদের যখন প্রথম
দেখা হয়, জাহিদ খেয়াল করে দেখে যে দুরদানার চুল ছেলেদের মতো করে ছাঁটা।
শার্টটা প্যান্টের ভিতরে গোঁজা। গলায় মেশিনগানের গুলির খোসা দিয়ে তৈরি হার।
দুরদানার এই বেশভূষা এবং চালচলন দেখে ভ্যাবচাকা খেয়ে যায় জাহিদ। একই সাথে
এই নারীর পুরুষালী আচরণ এবং কর্মকাণ্ডের প্রেমেও পড়ে সে। তীব্র এক আকর্ষণের
জালে আটকা পড়ে যায় সে।
দুরদানার সাথে জাহিদের সম্পর্কের গভীরতা
বৃদ্ধি পায়। মানুষের ব্যঙ্গ-বিদ্রূপ সহ্য করেও দুরদানার সাইকেলের পিছনে বসে
নানা জায়গায় ঘুরে বেড়ায় জাহিদ। দুরদানাও মাঝে মধ্যে জাহিদের হোস্টেলে আসে।
দুরদানার ভাই ইউনুস জোয়ারদার চরমপন্থি রাজনীতি করে, সেটার জানার পরেও
দুরদানার সঙ্গ ছাড়তে পারে না জাহিদ।
দুরদানার সাথে জাহিদের প্রেমের
সম্পর্কে ফাটল ধরে হঠাৎ করে। খুবই অদ্ভুত একটা কারণে। উয়ারি থেকে একদিন
দু'জনে রিকশায় করে ফিরছিলো। প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো। দুজনের কাপড়-চোপড়ই ভিজে
একাকার। রিকশায় এক সাথে বসে থাকতে থাকতে পরস্পরের ঘনিষ্ঠ হয় তারা।
দুরদানার কাঁধে হাত রাখে জাহিদ, মাথার ভিজে চুলের ঘ্রাণ নেয়। এক সময় বুকেও
হাত দেয়, দুরদানার স্তন নিয়ে খেলা করে সে। ওই রকম রোম্যান্টিক সময়ে দুরদানা
জানায় যে তার পিরিয়ড শুরু হয়েছে, ভীষণ ব্লিডিং হচ্ছে।
যে
অ-মেয়েমানুষ এতদিন আচ্ছন্ন করে রেখেছিলো জাহিদকে, হঠাৎ করে তার মেয়েমানুষী
পরিচয় বের হয়ে আসতে শঙ্কিত হয়ে পড়ে জাহিদ। একেতো সে ভালবাসতে পারবে না
কোনোদিন।
এই সম্পর্কের ইতি ঘটে ওইদিনই।
জাহিদের জীবনে এর পরে যে নারী আসে সে হচ্ছে কন্যা শামারোখ। অপূর্ব সুন্দরী এক বিদুষী নারী। করাচিতে লেখাপড়া করেছে। ইংরেজি সাহিত্যের ছাত্রী, কিন্তু কবিতা চর্চা করে বাংলাতে। করাচি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচারার হিসাবে কাজ করতো। সেই সময় এক সিএসপি অফিসারের সাথে বিয়ে হয়। সেই সংসারে এক পুত্র সন্তানও ছিলো। কিন্তু, সেই সংসার ভেঙে দিয়ে পুত্রকে স্বামীর কাছে রেখেই বের হয়ে আসে শামারোখ।
একাত্তর সালে লন্ডনে ছিলো শামারোখ। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছিলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহায়ক কার্যকলাপে নিজকে জড়িয়ে ফেলে সে। বিচারপতি আবু সাঈদ চৌধুরীও তখন লন্ডনে ছিলেন। বাংলাদেশের হয়ে বহির্বিশ্বে প্রচারণা চালাচ্ছিলেন তিনি। দেশ স্বাধীন হবার পরে বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।
রাষ্ট্রপতির সাথে পূর্ব
পরিচয়ের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক হবার চেষ্টা
চালায় শামারোখ। রাষ্ট্রপতির সুপারিশে এসোসিয়েট প্রফেসরের পদে নিয়োগপত্রও
পায় সে। সমস্যা তৈরি করে বিভাগের প্রধান শরিফুল ইসলাম চৌধুরী। শামারোখের
মতো একজন নারী শিক্ষক হিসাবে নিয়োগ পেলে ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র
ধ্বংস হবে, এই বক্তব্য দিয়ে তিনি এর বিরোধিতা করেন। একই সাথে হুমকি দেন যে
শামারোখ জয়েন করলে তিনিসহ বিভাগের সকল শিক্ষক পদত্যাগ করবেন।
শামারোখের
হয়ে শরিফুল ইসলাম চৌধুরীর কাছে সুপারিশ করতে গিয়েছিলো জাহিদ। সেই সূত্র
ধরে শামারোখের সাথে তার পরিচয় ঘটে এবং অতি দ্রুতই তা ঘনিষ্ঠতায় রূপ নেয়।
দুজনের মেলামেশাকে অবশ্য অনেকেই সহজভাবে নেয়নি। শামারোখের মতো একজন
অনিন্দ্য সুন্দরী তরুণী জাহিদের মতো সাদামাটা একটা ছেলের সাথে ঘোরাফেরা
করছে, এ নিয়ে অনেকেই ঈর্ষান্বিত ছিলো।
শামারোখ জাহিদকে বিয়ের
প্রস্তাব দিলেও, জাহিদ শামারোখের ভালবাসার বিশ্বস্ততায় সবসময়ই সন্দিহান
ছিলো। শুধু জাহিদ নয়, অসংখ্য পুরুষের সাথেই মেলামেশা করতো শামারোখ। তার
আচার-আচরণ ছিলো রহস্যে ঘেরা এবং অ-অনুমেয়।
বিদেশে চিকিৎসা নিয়ে ফিরে
আসা তরুণ কবি শাহরিয়ারের সাথেও সুগভীর এক প্রণয় সম্পর্ক গড়ে তোলে শামারোখ।
শাহরিয়ার অবশ্য বেশিদিন বাঁচে না। শাহরিয়ারের মৃত্যুর পনেরো দিনের মাথাতেই
শামারোখ আরেকজনকে বিয়ে করে ফেলে। বিয়ের পরে সেই স্বামীকে নিয়ে আমেরিকাতে
চলে যায় শামারোখ।
এ রকম একজন আনপ্রেডিক্টেবল নারী কাছে থেকে জাহিদ সরে আসবে, সেটাই স্বাভাবিক। ফলে, এই উপাখ্যানেরও পরিসমাপ্তি ঘটেছিলো।
আহমদ
ছফার 'অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী' কি উপন্যাস? নাকি বাস্তব জীবনের উপরে
ভিত্তি করে গড়ে ওঠা আত্ম-জৈবনিক উপন্যাস? দ্বিতীয় প্রশ্নের উত্তরটাই আসলে
সঠিক। এই উপন্যাসে যে সমস্ত চরিত্রগুলো এসেছে, একটু খেয়াল করে দেখলেই দেখা
যাবে সেগুলোর পিছনের বাস্তবের কেউ না কেউ রয়েছে। খুব সহজেই আসলে
চরিত্রগুলোকে চিনে ফেলা যায়।
দুরদানার কথাই ধরা যাক। এই চরিত্রের
সামান্য কিছু বর্ণনা শুনেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই চরিত্রটা গড়ে
উঠেছে ভাস্কর শামীম সিকদারকে কেন্দ্র করে। শামীম সিকদার স্বনামেই বহুল
পরিচিত। তিনি সেই ষাটের দশকের শেষে এবং সত্তরের দশকে খিলগাঁও থেকে সাইকেলে
করে আর্ট ইনস্টিটিউটে যাতায়াত করতেন। পোশাক পরতেন পুরুষদের মতো করে। ওই
সময়ের মধ্যবিত্ত বাঙালি নারীদের কেউ এই রকম সাহস দেখায়নি। এর উপরে তিনি
সিরাজ সিকদারের বোন হিসাবেও আলোচনাতে থাকতেন সবসময়। প্রচলিত একটা গল্প আছে
যে, সিরাজ সিকদার নিহত হবার পরে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য শামীম সিকদার
পকেটে পিস্তল নিয়ে ঘুরতেন। স্বাধীনচেতা একজন দুরন্ত দুঃসাহসী এবং দুর্দান্ত
মেধাবী ভাস্কর হিসাবে তিনি জনমানসে পরিচিত ছিলেন।
শামীম সিকদারের সাথে আহমদ ছফার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো এটাও অনেকেই জানে। এমনকি ছফা তাঁর নিজের ডায়েরিতেও শামীম সিকদারের কথা লিখেছেন।
শামারোখ
চরিত্রটাকে হয়তো সহজেই চিনবে না অনেকে। তবে, যারা বাংলাদেশের ইতিহাস এবং
সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, কবি সুরাইয়া খানমকে চিনতে না পারার কোনো কারণ
নেই। অকাল প্রয়াত কবি আবুল হাসানের প্রেমিকা হিসাবেও অনেকেই তাঁকে জানেন।
আহমদ
ছফা মারা যাবার পরে তাঁর ডায়েরিকে সংকলিত করে 'আহমদ ছফার ডায়েরি' নামে
প্রকাশ করা হয়েছে। সেখানে সুরাইয়া খানম সম্পর্কে আহমদ ছফা লিখেছেন,
“বেশ
কদিন আগে শামীমের (শিকদার) মাধ্যমে সুরাইয়া খানমের সঙ্গে আমার পরিচয়
হয়েছে। মহিলার নামে অজস্র অপবাদ। একশ' পুরুষের সঙ্গে নাকি তাঁর খাতির। এসব
কথা এখন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এ জাতীয় খারাপ বলে কথিত মহিলাদের প্রতি আমার
তীব্র আকর্ষণ রয়েছে। হুমায়ুন কবির স্মৃতি পুরস্কারের চাঁদা তুলতে যেয়ে
বাংলা একাডেমিতে এই অনুপম সুন্দর মহিলাকে দেখি। তাঁকে বোধহয় খোঁচা দিয়ে কথা
বলেছিলাম। সে যাক, মহিলা দু' দু'বার শামীমসহ আমার এখানে এসেছিলেন।"
কবি
সুরাইয়া খানম সম্পর্কে সবচেয়ে বেশি জানা যায় দু'টো বই থেকে। এর একটা হচ্ছে
কবি নির্মলেন্দু গুণের 'রক্তঝরা নভেম্বর ১৯৭৫', আর অন্যটি হচ্ছে মোশতাক
আহমদের লেখা 'ঝিনুক নীরবে সহো'। 'ঝিনুক নীরবে সহো' হচ্ছে কবি আবুল হাসানের
জীবনীভিত্তিক ডকু-ফিকশন। ডকু-ফিকশন বলে, এর আসলে কতোটুকু সত্যি আর কতোটুকু
কল্পনা সেটা বলা মুশকিল। লেখক নিজেও এ বিষয়ে সংশয় ছড়িয়েছেন এটা বলে যে,
‘লেখাটি কোনো বিশুদ্ধ গবেষণা নয়, মনের মাধুরী মিশিয়ে লিখতে আনন্দ পেয়েছি।
সে কারণে স্থান কাল পাত্রের কিছুটা বিচ্যুতি ঘটেছে।' এই বিচ্যুতি ঘটার পরেও
আমি বলবো যে মোশতাক আহমদের বইটা যথেষ্ট ভালো একটা বই কবি আবুল হাসান বা
সুরাইয়া খানমকে জানার জন্য। নির্মলেন্দু গুণের বইটার তো তুলনাই হয় না।
কারণ, ওটা বিশুদ্ধ আত্মজীবনী। যদিও এটার মূল আলোচনা ছিলো ওই সময়কার
রাজনৈতিক পট পরিবর্তনকে তুলে আনা, কিন্তু একই সময়কালে অবস্থানের কারণে কবি
আবুল হাসানের শেষ সময় এবং সেই সাথে সুরাইয়া খানম উঠে এসেছেন তাঁর
আত্মজীবনীতে।
‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী' প্রেম-প্রণয় আর বিচ্ছেদের কাহিনি। কিন্তু, আহমদ ছফা রোমান্টিকতার মধ্যেও জুড়ে দিয়েছেন তাঁর নিজস্ব দর্শনকে। পাঠক শুধু তাই নিছক প্রেমের গল্পই শুনবে না, একই সাথে ডুব দেবে গভীর এক আত্মোপলব্ধির মাঝে। এখানেই লেখকের সার্থকতা।
বইঃ অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
লেখকঃ আহমদ ছফা
প্রকাশকঃ মাওলা ব্রাদার্স
মূ্ল্যঃ ২৫০ টাকা।।
(রিভিউ করেছেন- ফরিদ আহমেদ। কানাডা প্রবাসী।)
ভালোবাসা যাতনাময় নয় -- মোঃ হেলাল উদ্দিন
সখি, ভালোবাসা যাতনাময় নয়
চোখেতে চোখ রেখে নিরব কথা হয়।
যদি আস্থাভরা হৃদেয়ে
সখি, ভালোবাসা যাতনাময় নয়
দু'জন দু'জনের কাছে থাকার প্রতিজ্ঞা হয়।
যদি ভালোবেসে ভালোবাসাকে
Friday, May 12, 2023
Corporate Capitalism, Globalization and Good Governance -- Md. Helal Uddin
CORPORATE CAPITALISM, GLOBALIZATION AND GOOD GOVERNANCE
ABSTRACT:
KEY WORDS:
Corporate, capitalism, globalization, governance, good governance etc.
INTRODUCTION:
In recent years there has been a change in the scenario of the world. The economic change is called globalization-integration of economics, grater capital flows, trade flows, extent of privatization, lesser restrictions on trade and investment. The capital change is corporate capitalism, which is the element of globalization because, for corporate capital, multinational company spread all over the world. In the change of governance is called good governance-rule of law, human rights, independence of judiciary, accountable and transparent administration, free media etc. corporate capitalism, globalization and good governance are interlinked where globalization is goal, good governance and corporate capitalism are relatively way and elements of globalization.
OBJECTIVES AND THE PROCEDURE:
This paper presents the conceptual analysis of corporate capitalism, globalization and good governance, it also find out the relation among these. And the procedure is at first discussed abstract with introduction, then discuss about the concept, definition, characteristics etc. of corporate capitalism, globalization and good governance, then find out a relations among this and finally concluding remarks.
CORPORATE CAPITALISM, GLOBALIZATION AND GOOD GOVERNANCE: A CONCEPTUAL FRAMEWORK:
The triple concepts-corporate capitalism, globalization and good governance have dominated international discourse for sometime now. The definition, characteristics, challenges etc given blow-
Corporate capitalism
Corporate capitalism consists by two words corporate and capitalism, where corporate mean belonging to a corporation, unite, or association consists by law. Capitalism is the economic form of democracy.
Corporations are usually called public entities when parts of their business can be bought in the form of shares on the stock market. This is done as a way of raising capital to finance the investments of the corporation. The shareholders appoint the executives of the corporation, who are the ones running the corporation via a hierarchical chain of power, where the bulk of investor decisions are made at the top, and have effects on those beneath them.
Capitalism is the economic system in which most of the means of production are privately owned, and production is guided and income distributed largely through the operation of markets. Capitalism has been dominant in the Western world since the end of mercantilism. It was fostered by the Reformation, which sanctioned hard work and frugality, and by rise of industry during the Industrial Revolution, especially the English textile industry (16th-18th centuries).
Capitalism in the economic system in which (1) private ownership of property exists; (2) aggregates of property or capital provide income for the individuals or firms that accumulated it and own it; (3) individuals and firms are relatively free to compete with others for their own economic gain; (4) the profit motive is basis to economic life.
Corporate capitalism is a term used in social science and economics to describe a capitalism market place characterized by the dominance of hierarchical, bureaucratic corporations, which are legally required to pursue profit.
THE DOMINION AND CORPORATE CAPITALISM:
The intergalactic dominion’s economy is built on corporate capitalism, which is controlled for the most part by the Megacorporations. Each Megacorporation is made up of thousands of smaller companies, ranging from industrial companies to law firms. Although this gives the Megacorporations seemingly dictatorial powers, they are just as bound by dominionese customs and laws as the individual, and the fierce, continual competition between the corporations ensures a healthy, consumer-based social environment, which benefits everyone. In addition if a company is found guilty of unethical business dealings, it is quickly removed from the market, and before long another one appears to take its place as corruption and immoral market practices are not tolerated by the general public and the liberalized market makes for quick replacements of corporations that are failures.
The intergalactic dominion’s style of corporate capitalism puts forth that increased stability of its economy results from careful government regulation, that regulation should be as limited as possible so that Tier-One participants can generate the greatest GDP. However, regulation is needed to ensure that individuals do not exploit markets for personal gain at the expense of market growth and stability.
GLOBALIZATION:
Globalization emerged as a dominant international system at the end of the twentieth century and affected everyone in the world directly or indirectly. According to Murtin Albrow, “Globalization refers to all those processes by which the peoples of the world are incorporate into a single world society, global society”.
According to Rosabeth Moss Kanter, “The world is becoming a global shopping mall in which ideas and products are available everywhere at the sometime”
According to Smyth, globalization is the latest phase of uneven development within capitalism. According to Keohane and Nye, “Globalization is a state of the world involving interdependence at multi-continental distances, that can be linked through flows and influences of capital and goods, information and ideas, people and force, as well as environmentally and biologically relevant substances.”
Globalization is a comprehensive term covering various aspects of developments, both economic theory and political practice. These clearly noted that due to technological advancements, geographic distances are reduce peoples relations and interdependences are becoming worldwide.
EMERGENCE OF THE CONCEPT:
Though the globalization is a new buzzword, but it is not a new process, globalization of the present day as the forth stage of its development.
DIMENSIONS OF GLOBALIZATION:
According to Abul Kalam, there are six dimensions of globalization- (1) Technological; (2) Information; (3) Economic; (4) Military; (5) Environmental and (6) Sociopolitical and Cultural globalism. According to Robert T. Kudrle, there are three types of globalization. Such as communication, market and direct.
ELEMENTS AND CONDITIONS FOR GLOBALIZATION:
Globalization process comes from GATT, which is WTO at present. This organization sets some elements and condition for ensure and increase globalization. These are-
1. Ensure free market economic polices;
2. Enhance privatization;
3. Import liberalization;
4. Export oriented industries introduce and create;
5. Reduce agricultural subsidy;
6. Change and expansion of technology;
7. Free print and electronic media;
8. Revoke rationing system;
9. Conventions and agreements on the global environment;
10. Multilateral agreements on trade, service and intellectual property.
CHALLENGES OF GLOBALIZATION:
1. Trade reform this is a major challenge of globalization Bangladesh as well as third world countries. In Bangladesh liberalization of trade regime started in the middle of the 1980s under structural adjustment reforms initiated by the World Bank and IMF.
2. Shift in export profit.
3. Increase in export.
4. Shift from public investment to private
5. Privatization of state owned enterprises.
6. Industrial relation.
IMPACT ON THE DEVELOPING COUNTRIES:
Globalization, a dominant force in the present-day world, is shaping a new era of interaction among nations, economies and people. While globalization has positive, innovative and dynamic aspects, it also has negative, disruptive, and marginalizing aspects. Its horizontal flow of capital and nature of marginalization are difficult to control. So globalization is inviting a lot of criticism from some scholars economists. Critics strongly argue that globalization created opportunities for the rich dominant North along with northern Multinational and Transnational corporations?
· The developing countries cannot compete with the development countries.
· Because of low-quality of products and high-cost, the goods of the developing countries cannot compete with the products of the development countries. As a result, there is little prospect for the growth of industries in the development countries.
· The most revealing aspect of globalization is that it has made our people a consumer-class.
· Globalization appears to be a serious threat to indigenous culture. Western culture/ cultural globalizations led to the fragmentation or elimination of domestic culture.
· The whole-world, particularly the developing countries are being controlled by the developed countries with the help of various institutions like World Bank, IMF, WTO and MNC.
GOOD GOVERNANCE:
Before defining good governance, it is pertinent to define governance in order to use it as a point of departure of fully understand good governance. Simply put, “Governance” means, the process of decision-making and the process by which decisions are implemented.
According to Keohane, governance, the emergence and recognition of principles, norms, rules and procedures that both provide standards of acceptable public behaviour and that are follower sufficiently to produce behavioural regularities.
The 1992 Commission of Global Governance defines governance “as the sum of the many ways individuals and institutions, public and private, manage their common affairs.” The World Bank defines governance as the manner in which power is exercised in the management of a country’s economic and social resources. The UNDP views governance as the exercise of economic, political and administrative authority to manage a country’s affairs at all levels.
Good governance means an ideal governing system that is inevitable for political, economic, social and cultural development of a country. It is the ideal orientation of a state that works best to achieve self-reliance, sustainable development and social justice.
Former UN Secretary General Kofi Annan defined good governance as ensuring respect for human rights and the rule of law, strengthening democracy, promoting transparency and capacity in public administration.
Good Governance, for the World Bank, includes some or all the following features:
· An efficient public service;
· An independent judicial system and legal framework to enforce contracts;
· Accountable administration of public funds;
· An independent public auditor, responsible to a representative legislature;
· Respect for the law and human rights at all levels of government;
· A free press.
In essence, good governance can be applied at international, national, local, and organizational levels and to manage many types of resources. Although terminology may differ, the principles of good governance as recognized worldwide are similar.
ELEMENTS/PRINCIPLES OF GOOD GOVERNANCE:
The principles of good governance may be showed into different ways----
a) A number of multilateral organizations like the United Nations, World Bank and OECD generally equate good governance with sound economic management based on Accountability; Participation; Predictability; and Transparency.
b) The UNDP (1977) has identified following five basic principles of good governance namely-Legitimacy and voice, Direction, Performance, Accountability, Fairness.
c) According to D. Bandyopadhyay, some of the main elements of good governance are:
· Accountability-both financial and political;
· Transparency both financial and political;
· Easy access to information;
· Popular participation in decision making and implementation;
· Responsiveness;
· Efficient delivery system of services and goods; and
· Enforcement of rule of law.
FEATURES/CHARACTERISTICS OF GOOD GOVERNANCE:
Good governance must have the following 8 major characteristics----
MAIN CONSTRAINTS/ CHALLENGES TO GOOD GOVERNANCE IN BANGLADESH
Despite the continuing efforts of Bangladesh to enhance the quality of governance in the country, it is still suffering, among other things, from numerous and diverse governance-related insufficiencies and complexities, both structural and non-structural. At present, one of the key challenges of good governance in Bangladesh is: how to ensure a continually meaningful participation of rural people, including those at the grassroots level and the poor in local, national, regional and global economics, politics, peace, security and right based development?
a) Corruption
b) Inefficiency of bureaucracy
c) Nepotism and Politicization in Public Administration
d) Improper and non-observance of the rule of law
e) Improper use of resources
f) Poor planning strategy
g) Criminalization of Politics
h) Independence of judiciary
i) Lack of accountability
GLOBALIZATION AND GOOD GOVERNANCE:
There are a relation in globalization and good governance. Good governance is the result of globalization in the perspective of aim and objectives of globalization and good governance. The purpose of globalization and the goals of good governance and the expansion of international trade. Good governance ensure the stability of politics, economics an socio-cultural. Which is helpful of globalization.
The world is becoming more unified than ever before politically. Countries of the world are integrating more and more and cooperating in the areas of trade, military and economy. The unification has blurred barriers to free movements of nationals across the sub-region, and the emergence of a single Eurocurrency has resolved constraints in the business transactions. Protectionism, except in a few countries is not more in vogue.
GOOD GOVERNANCE AND CORPORATE CAPITALISM:
Good governance is an indeterminate term used in development literature to describe how public institutions conduct public affairs and manage public resources in order to guarantee the realization of human rights. Corporate capitalism is a capitalist market place which is legally required to pursue profit, for this it make a pressure to government to ensure good governance Branko Horvat Stated “… it is now well known that capitalist development leads to the concentration of capital, employment and power. It is somewhat less known that it leads to the almost complete destruction of economic freedom……….”.
According to Lenin, the export of financial capital superseded the export of commodities; banking and industrial capital merged to form large financial cartels and trusts in which production distribution are highly centralized; and monopoly capitalists influenced state policy to carve up the world into spheres of interest. These trends led states to defend their capitalist interests abroad through military power.
CORPORATE CAPITALISM AND GLOBALIZATION:
Corporate capitalism is the capitalist market place, which is the economic aspect of democracy. Capitalism include imperialism and oppression on over the third world states. In the name of globalization different types of corporate houses, multinational companies and capitalist enter into economically and technological poor but resourceful countries and shift the profit to development countries. Globalization helps to investment of capitalist and corporate houses. Because globalization wants to open the door of free market economy, export oriented industries, technological development. To ensure these development countries depended on developed countries and corporate capitalist take over this opportunity.
CONCLUSION:
From the above discussion it should be clear about corporate capitalism, globalization and good governance that these three are not separated from each other. Globalization helps corporate capitalist to expand there are all over the world and it wants to ensure good governance of the different countries. Because globalization is the destination or goals where good governance is the way of this. Sustaining the gains of the synergy between corporate capitalism, globalization and good governance demands that the counteracting agencies should be independent and neutral. They should be supported by the civil society, including mass media and to operate in the environment of political freedom and transparency. We can not stay out side of globalization corporate houses, multinational companies. So we should take some initiative infavour of national unity and interest, and by these system we can get profit of globalization.
REFERENCES:
1. Corporate capitalism, from wikipedia, the free encyclopedia.
2. Public policy and administration research, vol-1, No.1, 2011, www.iiste.org.
3. Academic leadership-the online journal, vol-8, summer 2010 (topics)
4. Social science review-vol-28, No-1, June, 2011(25-33)
5. Social science review-vol-26, No-1, June, 2009 (49-52)
6. Social science review-vol-28, No-2, December 2010 (13-35)
7. Bangladesh political science review-vol-2, No-1, December 2004,
p. 8-3, 93-100
8. Hasnat Adbul Hye, Governance, South Asian Perspective P. 01-10
9. Mahfuzul H. Chowdhury, Thirty years of Bangladesh Politics, . 63-75
10. Abul Kalam, Globalization and Bangladesh in the new century,
P.21-39
11. The Economist, Globalization, P 01-15
12. Raimo Vayrynen, Globalization and Global Governance, P.3-23
CORPORATE CAPITALISM, GLOBALIZATION AND GOOD GOVERNANCE -- MD. HELAL UDDIN