Monday, October 24, 2022

গণতন্ত্র ঘাটতির বিশ্ববীক্ষণ -- মোঃ হেলাল উদ্দিন

“গণতন্ত্র-ঘাটতি বিশ্ব দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ”

রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে রাজনৈতিক আলাপচারিতার বই বরাবরই পছন্দের তালিকায় প্রথম। আর সেই আলোচনা যদি বর্তমান সময়ের রাজনীতি ও গণতন্ত্র কেন্দ্রিক তবে তার প্রতি আগ্রহ বেশি থাকাটাই স্বাভাবিক। শান্তনু মজুমদার স্যারের লেখা বই 'গণতন্ত্র-ঘাটতি বিশ্ব দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ' তেমনই একটা বই। বইটি মূলত স্যারের লেখা বিভিন্ন প্রবন্ধ এবং কয়েকটি সাক্ষাতকারের সমষ্টি, যা বিগত দশকের বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। স্যারের লেখার এবং পড়ানোর একটা বৈশিষ্ট্য হলো যে কোন বিষয়ের আলোচনাকে প্রথমে বিশ্বের প্রেক্ষাপটে, তারপরে আঞ্চলিক প্রেক্ষাপট, সর্বশেষ জাতীয় পর্যায়ে আলোচনা করা, যা এই বইয়ের পাঠবিন্যাসেও ফুটে উঠেছে। বইটি প্রকাশ করেছে ‘সময় প্রকাশন’। প্রচ্ছদ এঁকেছেন ‘ধ্রুব এষ’। বইটির মূল্য ধার্য করা হয়েছে ৪০০ টাকা।

'গণতন্ত্র-ঘাটতি বিশ্ব দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ' বইটি নিয়ে কয়েকটি কথা বলতেই এই লেখার চেষ্টা। বইটি নিয়ে আলোচনার শুরুতে বইয়ের লেখক শান্তনু মজুমদার স্যার সম্পর্কে যা বলা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং তার গবেষণার আগ্রহের বিষয়ের মধ্য রয়েছে- গণতন্ত্র-ঘাটতি, রাষ্ট্র ও সুশীল সমাজ সম্পর্ক, রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা, আইডেনটিটি পলিটিক্স, ডিজিটাল ডিজইনফরমেশন এবং দক্ষিণ এশিয়া। তার গবেষণার এই বিষয়গুলোর আলোকেই বইয়ের প্রবন্ধগুলো। উল্লেখ্য, আমি বইয়ের লেখকের সরাসরি ছাত্র হওয়ায় লেখকের নামের পরে স্যার শব্দটি ব্যবহার করেছি।

'গণতন্ত্র-ঘাটতি বিশ্ব দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ' বইটিতে মোট ৪৩টি প্রবন্ধ ও ৭টি সাক্ষাতকার রয়েছে যাকে চারটি অংশে ভাগ করে সাজানো হয়েছে। প্রথম অংশ ‘বিশ্ব’- এ আন্তর্জাতিক পর্যায়ের রাজনীতি, ধর্মনীতি, আত্মপরিচয়, গণতন্ত্র, উগ্র জাতীয়তাবাদ এই রকম বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনা করেছে। এর প্রতিটা লেখাই যেমন তথ্যবহুল, তেমনি নতুন চিন্তার খোরাক। এই অংশের ‘সর্বজনীন সবার্থে রাষ্ট্রের সামার্থ্য বাড়াতে হবে, 'সরকারপ্রধান ও দলীয়প্রধান পৃথককরণ প্রসঙ্গে', 'রক্ত দিয়ে চিন্তা ধুয়ে ফেলার মূর্খতা মিসরে', 'পার্পল স্টেটের গাড্ডায় ওবামা-রমনি', ‘জায়নবাদের বিরুদ্ধে কেন মুখ খুললেন গুন্টার গ্রাস’, ‘মোবারক থেকে মিলিটারি’ সহ অন্যান্য প্রবন্ধগুলোতে পশ্চিমা রাজনীতি, গণতন্ত্র, রাষ্ট্রব্যবস্থার প্রকৃত অবস্থা বর্ণনার সাথে সাথে আরব, মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোর রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্রের বিশ্লেষণ করা হয়েছে। যার মধ্য দিয়ে গত এক দশকের আন্তর্জাতিক পরিমণ্ডলের সার্বিক একটা চিত্র পাওয়া যায়। যেমন- ‘ট্রাম্পবাজির দুনিয়া’ প্রবন্ধে ফুটে উঠেছে ট্রাম্পের বিদ্বেষবাদ ও কর্তৃত্ববাদ এবং তিনি বিশ্বকে যেভাবে ‘আমরা’ এবং ‘অপর’ করে তুলে তা একটা শিল্পের রুপ দিয়েছে। প্রবন্ধটিতে কর্তৃত্ববাদী রাজনীতির ধরণ, আইডেনটিটি পলিটিক্স এর স্বরূপ ফুটে উঠেছে। গত দশকের মাঝামাঝি লেবার পার্টির নেতা নির্বাচিত হয়ে জেরেমি করবিন লেবার পার্টি এবং ব্রিটেনের রাজনীতিতে একটা বড় পরিবির্তনের ধাক্কা দিয়েছেন তার বর্ণনা দিয়ে ‘জেরিমি করবিনঃ মানবতার ফেরিওয়ালা’ প্রবন্ধটি লেখা। এই প্রবন্ধের মধ্য দিয়ে ঐসময়ে ব্রিটেনের রাজনীতি, অভিবাসী প্রশ্নে তাদের অবস্থান, মধ্যপ্রাচ্য ইস্যু প্রভৃতি ফুটে উঠেছে। সিরিয়া সংকট দীর্ঘদিনের, কিন্তু কেন এই সংকট? এই সংকটের সুন্দর একটা নিরপেক্ষ কারণ বিশ্লেষণ করা হয়েছে ‘সিরিয়াঃ স্বৈরাচার বনাম সাম্রাজ্যবাদ ও মৌলবাদ’ প্রবন্ধে। সিরিয়া নিয়ে আন্তর্জাতিক বৃহত্ শক্তির মধ্যকার টানাপোড়ন, সিরিরায় শিয়া-সুন্নি দ্বন্দ্ব বিষয়ের একটা স্বরূপ প্রবন্ধটিতে পাওয়া যাবে।

দ্বিতীয় অংশ 'দক্ষিণ এশিয়া'- তে আঞ্চলিক পরিমণ্ডলের বিশেষ করে ভারত, পাকিস্তানের রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র এই বিষয়গুলোর বর্ণনা সুন্দর করে তুলে ধরা হয়েছে প্রবন্ধগুলোতে। দু'য়েকটা প্রবন্ধের নাম দেখেই কিছুটা অনুমান করা সহজ। 'কে এই ইমরান খান?', ‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মোদি?', ‘ইন্ডিয়া, নাকি হিন্দুস্থান, নাকি ভারত', 'লালবিবি সমাচার' এগুলোর মধ্য দিয়ে পাকিস্তানের গণতন্ত্রের অবস্থা, ভারতে গণতন্ত্র, আত্মপরিচয়, রাষ্ট্র ও রাজনীতি, আফগানিস্তানের নারী অধিকার, রাষ্ট্র ও রাজনীতির মতো বিষয় বিশ্লেষণ সুন্দর করে ফুটে উঠেছে। যেমন- ‘‘একাত্তর নিয়ে তিন ‘পাক’ ভাইয়ের ভাবনা’’ প্রবন্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা প্রভৃতি নিয়ে পাকিস্তানি নতুন প্রজন্মের ভাবনার একটা রুপ দেখতে পাই। পাকিস্তানীদের চোখে বাংলাদেশে কোন গণহত্যা হয়নি, এটা ভারতের একটা ষড়যন্ত্র মাত্র। পাকিস্তানি নতুন প্রজন্ম মনে করে, একাত্তরে পাকিস্তানের পাঞ্জাবী সেনারা আসলে গণহত্যা চালায়নি। গণহত্যা চালিয়েছে ভারতীয় পাঞ্জাবীরা। একাত্তরে ভারতের শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবীরাই আসলে চেহারা ও দৈহিক আকৃতির সুবিধা ব্যবহার করে গণহত্যা চালিয়েছে আর সব দোষ ফেলেছে পাক-পাঞ্জাবী সেনাদের ওপর। মোদির প্রধানমন্ত্রী হবার স্বপ্ন এবং ভারতের ভবিষ্যত রাজনীতি নিয়ে লেখক যে ধারণা এক দশক আগে তার ‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মোদি?’ এবং ‘ইন্ডিয়া, নাকি হিন্দুস্থান, নাকি ভারত' প্রবন্ধে দিয়েছেন তার বাস্তবরুপ আমরা বর্তমান ভারতের রাজনীতিতে দেখতে পাই। 'লালবিবি সমাচার'-এ আফগান নারীদের করুণ অবস্থার চিত্র ফুটে উঠেছে। যুগ যুগ ধরে নির্যাতিত, বঞ্চিত নারীরা কিভাবে এক সময় প্রতিবাদি হয় তা দেখতে পাই, সাথে সাথে আফগানিস্তানের রাজনৈতিক ব্যবস্থার চিত্রও পাওয়া যাবে।

তৃতীয় অংশ ‘বাংলাদেশ’- এ বাংলাদেশের রাজনীতি, সুশীল সমাজ, গণতন্ত্র, ঢাকার পরিবর্তন এমন কিছু বিষয় তুলে ধরেছেন। এই ভাগে 'তরুণেরা কেন রাজনীতিবিমুখ', 'সুশীল সমাজের ফয়সালার তালাশ', 'রাজনীতিতে রাজনীতি কোথায়', 'সামাজিক শক্তি ও ধর্মনিরপেক্ষতা', 'গণজাগরণঃ শাহবাগ কি বলছে?', ‘ওদের গোপন কথা বলতে দিন’, ‘মুক্তিযুদ্ধের সবপ্ন ও ডেমোক্র্যাসি ডেফিসিট’, ‘রাজনীতির সুদিন দুর্দিন’ সহ অন্যান্য প্রবন্ধে ঢাকার আগের অবস্থা এবং বর্তমান অবস্থার একটা তুলনামূলক চিত্র পাওয়া যায়। ঢাকার সুশীল সমাজের অবস্থান, তরুণ প্রজন্মের বাস্তবতা, রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনীতিতে ধর্মের অবস্থান, গণতন্ত্রের সংকট, পরিচয়ের রাজনীতি, আন্দোলন-সংগ্রামের চিত্র সুন্দর করে ফুটে উঠেছে। আর এই অবস্থার বর্ণনায় এক এগারোর পরবর্তিত নতুন করে গণতান্ত্রিক যাত্রার সময়গুলো তুলে ধরা হয়েছে। বলা যায় গত এক দশকের স্মৃতিচারণ সাথে আছে সার্বিক বিশ্লেষণ। যেমন- 'স্মৃতির শহর ঢাকা' প্রবন্ধে মধ্যবিত্ত বলতে যে, শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা ও যাবতীয় টানাপোড়নের চিত্র তার পরিবর্তে ফাস্টফুড, শপিং, অযথা ইংরেজি কপচানো এক মধ্যবিত্ত শ্রেণির উপস্থিতি যার শুরু হয়েছিলো নব্বইয়ের দশকের শুরুতে তার একটা সুন্দর বর্ণনা দেয়া হয়েছে। ‘আমরা কেমন পাবলিক বিশ্ববিদ্যালয় চাই?’ প্রবন্ধে দেখতে পাই বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। যেখানে ছাত্র-শিক্ষকদের মধ্যে একধরনের জমিদার-রায়াত সম্পর্কের কথা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যে পুরোপুরি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান নয় তা যুক্তি সহকারে দেখিছেন, বিশ্ববিদ্যালয়ের বেতন নিয়েও বিস্তর আলোচনা করেছেন এই প্রবন্ধে। ‘কাঁটাবন থেকে ক্যাম্পাস’ প্রবন্ধে ঢাকার এই বিশেষ জায়গাটার মনোমুগ্ধকর বর্ণনা, নশ্বর পৃথিবীতে ধনী-গরীবের ব্যবধান, সাথে সাথে পুঁজিবাদ কিভাবে সর্বত্র গ্রাস করে চলছে তার একটা ধারণাও পাওয়া যাবে।

শেষভাগ ‘সাক্ষাতকার’- এ স্যারের কয়েকটা সাক্ষাতকার রয়েছে যেখানে সমাজনীতি, রাজনীতি, নির্বাচন, অর্থনীতি, ধর্ম, রাষ্ট্রধর্ম, ধর্মভিত্তিক রাজনীতি, মানবতা প্রভৃতি বিষয়ে খোলামেলা কথা বলেছেন। প্রতিটি লেখায় কোন ধরনের পক্ষপাতদুষ্ট না হয়ে সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস দেখিয়েছেন। এখানে কয়েকটি প্রবন্ধের নাম ও কয়েকটি প্রবন্ধের বিষয়বস্তু সামান্য আলোচনা করা হয়েছে, যা বইটি সম্পর্কে একটা ধারণা দেয় মাত্র। কিন্তু বইটি পড়লে গত দশকের বাংলাদেশসহ পুরো বিশ্বের একটা বাস্তব চিত্র চোখের সামনে সুন্দর করে ফুটে উঠবে।

'গরিবের ঈশ্বর এবং মৌলবাদের ঈশ্বর এক নন' স্যারের এই কথা দিয়েই শেষ করতে চাই। ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন সমান ভাবে, কিন্তু পৃথিবীতে সবাই সমান হতে পারিনি। সবার কাছে ঈশ্বর সমান নয়, ঈশ্বরকে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করি।

 


মোঃ হেলাল উদ্দিন

৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা)

helaluddin565@gmail.com

 


বইঃ গণতন্ত্র-ঘাটতি বিশ্ব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ

লেখকঃ শান্তনু মজুমদার

প্রকাশকঃ সময় প্রকাশন

মূল্যঃ ৪০০ টাকা।

No comments:

Post a Comment