Monday, August 15, 2022

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যেভাবে তরুণ মুজিবকে প্রভাবিত করেছিলো -- মোঃ হেলাল উদ্দিন

     ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যেভাবে তরুণ মুজিবকে প্রভাবিত করেছিলো
 
প্রাচীন ভারতের পূর্বাংশ জুড়ে যে বাঙালি জন বসতি ছিলো তাই বর্তমানের বাংলাদেশ। পূর্বের এই অংশের ভৌগলিক একাত্মতার কারনে একই সূত্রে আবদ্ধ হয়ে বঙ্গ থেকে বাঙ্গালা, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, সর্বশেষ স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ এই কাল পরিক্রমায় এখানে নানান ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। অষ্টম শতাব্দীতে পাল বংশের দ্বারা একটা স্বতন্ত্র বাঙালি জাতির রাজনৈতিক সত্ত্বা জেগে উঠলেও পরবর্তিতে ঔপনিবেশিক শক্তির আগমন এবং তাদের হস্তক্ষেপের কারনে তা বাধাগ্রস্ত হয়েছে, যার কারনে শত শত বছর ধরে এই বাংলা বহিরাগতদের দ্বারা শাসিত হয়েছে। এদের মধ্যে রয়েছে পাল বংশ, সেন বংশ, তুর্কি ও আফগান সুলতানি শাসন, মুঘল সুবাদারি-নবাবী শাসন, ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন, ব্রিটিশ রাজ শাসন, সর্বশেষ পাকিস্তানি শাসন।
 
মধ্যযুগে বহিরাগত মুসলমারা শাসন করলেও এদেশের উৎপাদন ব্যবস্থা, শাসন ব্যবস্থা ভালো ও অটুট ছিলো। তাদের সাথে শুধু রাজস্ব দেয়া-নেয়া ছাড়া, শাসক-শাসিতের মধ্যে তেমন কোন সম্পর্ক ছিলো না। মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক যুগের সূচনা লগ্নে পলাশির প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে ইংরেজ কোম্পানি শাসন ও ব্রিটিশ রাজ শাসনে ভারতবর্ষের বিশেষত বাংলার এই অংশের জন্য ছিল অত্যন্ত ঘটনা বহুল ও তাৎপর্যপূর্ণ।
 
বিভিন্ন ঘটনার মধ্যে নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, চিরস্থায়ী বন্দোবস্ত ছিলো বিশেষ উল্লেখ্যযোগ্য। এসময়ে ব্রিটিশ শাসনে লুন্ঠন, নির্যাতন থাকলেও ইতিবাচক পরিবর্তনও সাধিত হয়েছে অনেক। যার মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্কার, পাশ্চত্য শিক্ষার প্রসার, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির ছিল অন্যতম। এই মধ্যবিত্ত শ্রেণির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সচেতনতা ছিলো অত্যন্ত প্রখর। যা সৃষ্টি করেছে নিখিল ভারত কংগ্রেস, মুসলিম লীগ, দ্বি-জাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব, লক্ষৌ চুক্তি, খিলাফত ও অসহযোগ আন্দোলন, বেঙ্গল প্যাক্ট, কৃষক-প্রজা আন্দোলন, অখন্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলন এবং সর্বশেষ ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রে সৃষ্টি হয়।
 
এই ঔপনিবেশিক শাসনের সময়ে সোহরাওয়ার্দী, শেরে বাংলা, নেহেরু, জিন্নাহ, সুভাষ বসু, ভাসানী, বঙ্গবন্ধুর মতো অনেক নেতৃত্বের জন্ম হয়েছে। যাদের হাতেই অখন্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠা না পেলেও ভারত বিভক্তি, পাকিস্তানের ভাঙ্গন এবং সর্বশেষ স্বাধনী বাংলাদেশের জন্ম। এই নেতৃবৃন্দের মধ্যে তরুণ নেতৃত্ব শেখ মুজিবুরের জন্ম প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে এবং উপমহাদেশে যখন জাতীয়তাবাদী আন্দোলন তখন ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম। জন্মের পর থেকেই তিনি ব্রিটিশ শাসনের প্রভাব দেখেন, জানেন এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ভাবে অধিকার সচেতন হয়ে উঠেন। যা বঙ্গবন্ধুকে স্বাধীন চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা, অখন্ড বাংলা প্রতিষ্ঠায় কাজ করে থাকেন।
 
এই আলোচনায় দেখানোর চেষ্টা করা হবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কিভাবে তরুণ মুজিবকে প্রভাবিত করেছে এবং এর মাধ্যমে তার প্রথমদিকের রাজনৈতিক চিন্তা-চেতনা কেমন ছিল তা তুলে ধরা। মূলত ঔপনিবেশিক শাসন, বাংলায় এর প্রভাব এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বঙ্গবন্ধুকে কি ভাবে প্রভাবিত করেছে তা জানার চেষ্টা করবো।
 

ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা এবং এর প্রভাব

১৭৫৭ সালে পলাশীর প্রান্তে বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরু হলেও ইংরেজদের আগমন হয় ১৬০০ সালের শুরুর দিকে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির আগমনের মধ্য দিয়ে। ইংরেজদের আগে পর্তুগীজ ও ফরাসীরা এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য করতে ছিলো। ইংরেজদের আগমনের ফলে এদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত হয় এবং কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
 
১৬১৩ সালে কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন সুরাতে। মুসলিম পট্রমে দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপিত হয় ১৬১৬ সালে এবং ১৬৩৯ সালে মাদ্রাজে প্রথম দূর্গ স্থাপন করেন। এরপর একে একে হরিপুর, হুগলী, পাটনা, কাশিমবাজার, কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরে জমিদারি স্বত্ব লাভ করেন ১৬৯০ সালে এবং এ সময়ে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ভারতবর্ষের সর্বত্র বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি নেয় সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে। ১৭১৭ সালে সম্রাট ফররুখ শিয়ার এ টাকা তুলে দিয়ে বিনা শুল্কে ব্যবসা করার সুযোগ দেয়।
 
১৭৫৭ সালে নবাব সিরাজ-উদ-দৌলার সাথে ইংরেজদের বাণিজ্য নিয়ে সম্পর্কের অবনতি ঘটলে এবং সিরাজের কাছের লোকদের ষড়যন্ত্রের ফলে পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের মধ্য দিয়ে উপমহাদেশে ব্রিটিশ শাসনের গোড়াপত্তন হয়, যদিও পুরোপুরি ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করতে আরো সময় লেগেছিল।
 
ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের সমাজ, অর্থনীতি, রাজনীতি, যোগাযোগ ব্যবস্থা, ভাষা-সাহিত্য, প্রকাশনা, কর্ম-পেশা ও বৃত্তি, আইন ও বিচার ব্যবস্থা, আন্তঃসম্প্রদায় সম্পর্ক প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। এই প্রভাবের ফলে সমাজ, অর্থনীতি, রাষ্ট্র ও রাজনীতি এবং অধিকার সচেতন হয়ে উঠা ভারতবাসীর আন্দোলনের মাধ্যমে ১৯৪৭ সালে ইংরেজ শাসনের পরিসমাপ্তি ঘটে। এবং ভারত ও পাকিস্তান নামের দুইটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। দীর্ঘ দুইশত বছরে যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যার কারনে ব্রিটিশ শাসনের পরিসমাপ্তি হয় তার কতিপয় হলো-
 
  • ১৭৭৩ সালের ব্রিটিশ পার্লামেন্ট প্রণীত 'রেগুলেটিং এ্যাক্ট' এর মাধ্যমে ভারতে ওয়ারেন হেস্টিংসকে গর্ভনর জেনারেল নিয়োগ এবং চার সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলীর বিধান করে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তন। 

  • ১৭৯৩ সালের লর্ড কর্ণওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ঔপনিবেশিক শাসন কাঠামো বিস্তৃতি লাভ করে এবং এর মাধ্যমে ব্রিটিশ শাসনের অনুগত একটা শ্রেণি তৈরি হয়।

  • ১৮৫৮ সালের সিপাহি বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে বিবেচিত হয় যার মাধ্যমে ভারতে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় এবং ব্রিটিশ মহারানীর সরাসরি শাসন প্রতিষ্ঠা লাভ করে।

  • বাংলায় ব্রিটিশ বিরোধী অনেকগুলো কৃষক বিদ্রোহ এবং সংস্কার আন্দোলন হয়েছে। কৃষক বিদ্রোহের মধ্যে রয়েছে- ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর কৃষক বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন। সংস্কার আন্দোলনের মধ্যে রয়েছে- বাল্য বিবাহ বন্ধ, বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ বিরোধীতা, নারী শিক্ষার প্রচলন।

  • রাজনৈতিক ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে গড়ে উঠে কতিপয় রাজনৈতিক প্রতিষ্ঠান। যার মধ্যে অন্যতম হলো- ১৮৮৫ সালে গঠিত 'ভারতীয় জাতীয় কংগ্রেস' এবং ১৯০৬ সালে গঠিত 'নিখিল ভারত মুসলিম লীগ'। এই দলগুলোর মাধ্যমেই ১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।

 
ব্রিটিশ শাসনের দুইশত বছরে তারা ভারতে বর্ষের সম্পদ লুটপাট, নির্যাতন-নিপীড়ন করলেও ভারতবাসীর জন্য শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, রাজনৈতিক ও অর্থনৈতিক যে পরিবর্তন নিয়ে এসেছে তা তাদেরকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। যার ফলেই ১৯৪৭ সালে ভারত, পাকিস্তানের সৃষ্টি এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের সৃষ্টি হয়।
  

ভারতবর্ষে ব্রিটিশ শাসন বঙ্গবন্ধুর চিন্তাকে যেভাবে প্রভাবিত করে

ব্রিটিশ শাসনের শেষ প্রান্তে বঙ্গবন্ধুর জন্ম। যেই সময়ে উপমহাদেশে জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে এবং তৎকালীন ভারতীয় নেতৃবৃন্দ স্বাধীনতার স্বপ্নে বিভোর ছিলেন, যা বঙ্গবন্ধুর চিন্তা-চোতনাকে প্রভাবিত করেছিল তার অল্প বয়সেই। যার কারনে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাধারণের জন্য কাজ করে গেছেন এবং ১৯৪৭ সালের ভারত, পাকিস্তানের স্বাধীনতার পরেও তৎকালিক নেতৃবৃন্দ ও তার ইচ্ছা এবং পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগ না হবার কারনে ১৯৭১ সালে নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ উপহার দেন। 
 
এই ব্রিটিশ শাসন বঙ্গবন্ধুর সাতাশ বছর বয়সের চিন্তা-চোতনার উপর যেসব প্রভাব বিস্তার করে তার কতিয়প দিক তারই লেখা 'অসমাপ্ত আত্মজীবনী'র আলোকে আলোচনা করা হলো-
 
১। রাজনৈতিক সচেতনতাঃ বঙ্গবন্ধু যখন ছাত্র ছিলেন সেই সময়ে উপমহাদেশে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ার কারনে ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েন। ছাত্র রাজনীতির শুরুতেই সোহরাওয়ার্দীর মতো বড় মাপের রাজনীতিবিদের সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং সুন্দর সম্পর্ক স্থাপিত হয়। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন, ১৯৩৮ সালে শেরে বাংলা এবং সোহরাওয়ার্দী গোপালগঞ্জ আসলে সোহরাওয়ার্দী মিশন স্কুল পরিদর্শনে যান এবং বঙ্গবন্ধু তাকে স্বাগত জানায়, সেই সময়ে তার সাথে পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে মাঝে মাঝে চিঠি আদান-প্রদান হতো।
 
পাকিস্তান বিভক্তি নিয়ে বঙ্গবন্ধুর ও তার পিতার সাথে মাঝে মধ্যে আলোচনা হতো, যা থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক সচেতনতার প্রমাণ পাওয়া যায়। বঙ্গবন্ধু লিখেছেন, "অনেক সময় আব্বা আমার সাথে রাজনৈতিক আলোচনা করতেন। আমাকে প্রশ্ন করতেন, কেন পাকিস্তান চাই?" এছাড়াও তার বর্ণনায় ছোটবেলা থেকেই রাজনৈতিক সচেতনতার অনেক দৃষ্টান্ত আমরা পাই। বঙ্গবন্ধুর এই রাজনৈতিক কার্যক্রমে তার পিতার সমার্থনের কথা অসমাপ্ত আত্মজীবনীতে পাই, "তিনি বলেছেন, দেশের জন্য কাজ করছে, অন্যায় তো করছে না।"
 
২। অসাম্প্রদায়িকতাঃ ব্রিটিশদের 'ভাগ কর, শাসন কর' নীতি এবং এর ফলে হিন্দু-মুসলমানদের মধ্যকার সম্পর্কের অবনতি, দাঙ্গা-হাঙ্গামা বঙ্গবন্ধুকে ব্যথিত করে। তাই তিনি একটি অসাম্প্রদায়িক সমাজ, দেশ ও রাজনীতির স্বপ্ন তার জীবনের শুরু থেকেই দেখেছেন। বঙ্গবন্ধু লিখেছেন, "আমার কাছে তখন হিন্দু-মুসলমান বলে কোন জিনিস ছিলনা। হিন্দু ছেলেদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। একসাথে গান-বাজনা, খেলাধুলা, বেড়ান সবই চলতো।" তার এই অসাম্প্রদায়িক চিন্তা থেকেই 'অখন্ড স্বাধীন বাংলা' সমার্থন এবং পরবর্তীতে অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পায়।
 
৩। জনদরদী রাজনীতি ও জনসেবাঃ সমাজসেবা, জনসেবা ছিল বঙ্গবন্ধুর পারিবারিক ঐতিহ্য। ছোটবেলা থেকেই তিনি সমাজের অসহায় সেবা করতেন। যার যেই সমস্যা দেখতেন তিনি সাধ্যমতো তার উপকার করার চেষ্টা করতেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে দেখতে পাই, বঙ্গবন্ধু তার লজিং মাস্টার আব্দুল হামিদের সাথে 'মুসলিম সেবা সমিতি' গঠন করেন এবং পাড়ায় পাড়ায় ঘুরে সাহায্য সংগ্রহ করে অসহায়, যারা স্কুলের খরচ যোগাতে পারতেন না তাদের বইপত্র কিনে দেয়া, পরীক্ষার ফি ইত্যাদি দিয়ে দিতেন।
 
১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য হন। এ সময়ে সোহরাওয়ার্দীর নির্দেশে লেখাপড়ার চিন্তা বাদ দিয়ে তিনি দুর্ভিক্ষপীড়িত মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়লেন। লঙ্গরখানা খুলে খাবার দিতেন। যার বর্ণনা তার লেখায় পাওয়া যায়।
 
৪। আত্মবিশ্বাস, সততা, সাহসিকতা ও দূরদর্শিতাঃ বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই সাহসী ছিলেন। তার মধ্যে ছিল প্রবল আত্মবিশ্বাস, ছিল সততা এবং দূর্রদর্শি চিন্তা-চোতনা। বঙ্গবন্ধুর বর্ণনায় পাওয়া যায়, ছাত্রজীবনে যখন তার সহপাঠী মালেক কে হিন্দু মহাসভার সভাপতির বাড়ি নিয়ে মারধর করে তখন বঙ্গবন্ধু সেখানে গিয়ে তাকে ছেড়ে দিতে বলেন কিন্তু না ছেড়ে দিয়ে গালি দেন এবং থানায় গিয়ে পুলিশ নিয়ে এসে হাজির হন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, ওকে ছেড়ে দিতে হবে, না হলে কেড়ে নেব এবং শেষ পর্যন্ত তাই করেছিলেন। এখানে যেমন তার সাহসিকতার পরিচয় পাই, তেমনি তার সততার পরিচয় পাই যখন পুলিশ তাকে গ্রেফতার করতে আসে তখন বঙ্গবন্ধু কোথাও পালায়নি বরং সততার সাথে বলেছেন, আমার কোন দোষ নেই, আমি কেন পালাবো।
 
তার সাহসিকতার একটি বড় প্রমাণ পাওয়া যায় ১৯৪৪ সালের ছাত্রলীগের বাৎসরিক সম্মেলনে, যেখানে দেখা পায় পদ বন্টন নিয়ে সোহরাওয়ার্দীর সাথে বিতর্ক করেছেন। কেননা তার সৎ সাহস ছিলো। বঙ্গবন্ধুর ভাষায়, "শহীদ সাহেব আমাকে হঠাৎ বলে বসলেন, "Who are you? you are nobody." আমি বললাম, "If I'm nobody, then why you have invite me? You have no right to insult me. I will prove that I am some body. Thank you Sir. I will never come to you again." এ কথা বলে চিৎকার করতে করতে বৈঠক ছেড়ে বের হয়ে এলাম।" বঙ্গবন্ধুর এ লেখা থেকে সহজেই অনুমেয় তিনি কতোটা সাহসী এবং দূর্রদর্শি চিন্তার অধিকারী ছিলেন। তিনি একটা দলের প্রধান হয়ে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন তার সততা, সাহসিকতা এবং রাজনৈতিক সচেতনতা।
 
৫। সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবঃ বঙ্গবন্ধু সব সময়েই সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বিরোধী মনোভাব পোষণ করতেন। তিনি এটা বংশানুক্রমিক পেয়েছিলেন, পরবর্তীতে রাজনীতি সচেতনতার কারনে বঙ্গবন্ধুর মননে ও চিন্তায় ব্রিটিশ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা-চোতনা গড়ে উঠেছিলো।
 
৬। ১৯৪৬ সালের দাঙ্গার প্রভাবঃ ১৯৪৬ সালের ১৬ আগস্ট জিন্নাহ 'ডাইরেক্ট অ্যাকশন ডে' পালনের ঘোষণা দিলে শুরু হয় হিন্দু-মুসলমান দাঙ্গা। এ দাঙ্গায় প্রায় চার হাজার মানুষ মারা যায়। এই দাঙ্গা বঙ্গবন্ধুর মনে ব্যাপক প্রভাব ফেলেন। অসমাপ্ত আত্মজীবনীতে লেখেন, "হাসিম সাহেব আমাদের নিয়ে সভা করলেন। আমাদের বললেন, তোমাদের মহল্লায় মহল্লায় যেতে হবে, হিন্দু মহল্লায় তোমরা যাবে। তোমরা বলবে আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয়, ব্রিটিশদের বিরুদ্ধে। আসুন আমরা জাতি, ধর্ম নির্বিশেষে দিনটি পালন করি। ,,,,, কিন্তু হিন্দু মহাসভা ও কংগ্রেসের প্রোপাগান্ডার কাছে তারা টিকতে পারলো না। হিন্দু সম্প্রদায়কে বুঝিয়ে দিল এটা হিন্দুদের বিরুদ্ধে।"
বিশ্লেষকরা বলেছেন, ১৯৪৬ সালের এই দাঙ্গা বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারায় বড় ধরনের পরিবর্ত এনেছিলো। সে জন্য পরবর্তীতে অসাম্প্রদায়িকতা তার রাজনীতির মূল ভিত্তি হয়ে উঠেছিল।
 
৭। অসম্পূর্ণ দেশ ভাগ ও বঙ্গবন্ধুর অসন্তুষ্টিঃ ১৯৪৭ সালের জুন মাসে ঘোষণা করা হয় যে ভারতবর্ষ ভাগ হবে। এর আগে ১৯৪৬ সালেই ইঙ্গিত দেয় যে, ব্রিটিশ সরকার যেকোন ভাবে ভারতের ক্ষমতা হস্তান্তর করবে। কংগ্রেস ভারত ভাগে রাজি হয়েছিল এই কারনে যে বাংলাদেশ ও পাঞ্জাব ভাগ হবে। এদিকে মুসলমানরা প্রস্তুত ছিল যে কলকাতা ছাড়া যাবে না। তাই সোহরাওয়ার্দী বাংলাকে অখন্ড রেখে ভারত ও পাকিস্তানের পাশাপাশি তৃতীয় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু সাম্প্রদায়িকতার বীষবাষ্পে তা-না হয়ে শুধু ধর্মীয় বিবেচনায় বাংলা দুইটি অংশে বিভক্ত হয়। এই সাম্প্রদায়িক বিষয়টা বঙ্গবন্ধুকে মর্মাহত করে। তাই তিনি পরবর্তীতে যে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি করেন তার মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ।
 
পরিশেষে বলা যায় যে, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের দীর্ঘ মেয়াদী প্রভাব রয়েছে। এই প্রভাব ছিলো ইতিবাচক ও নেতিবাচক উভয়ই। এই প্রভাবের নেতিবাচক দিক শুরুতে বেশি থাকলেও শেষের দিকে এসে এই অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিকে ইতিবাচক প্রভাব বিস্তার করে। ব্রিটিশ শাসন এখানকার নানা ধরনের কুসংস্কার দূর করে সামাজিক সংস্কার সাধন করেছে। রাজনীতি সচেতন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির তৈরি হয়, যারা পরবর্তিতে এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন, দিয়েছেন ভারত বিভক্তির মতো বড় সফলতা।
 
এই ব্রিটিশ শাসন বঙ্গবন্ধুর চিন্তা-চেতনায় বিশেষ প্রভাব বিস্তার করেছিলো। এসময়ের জাতীয়তাবাদী আন্দোলনের সাথে তিনি জড়িয়ে পড়েন এবং অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা তৈরি হয়। বঙ্গবন্ধুর জীবনে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো বিশেষ প্রভাব ফেলে। তিনি দেখলেন মানুষে মানুষে এতো বিভেদ, এতো হিংসা, এতো রক্তপাত, যার অবসানের স্বপ্ন তিনি সব সময়ে দেখেছেন। ১৯৪৬ সালের দাঙ্গায় তার ভূমিকা দেখলে আমরা তার অসাম্প্রদায়িক চরিত্রের প্রমাণ পাই।
 
বঙ্গবন্ধু ছিলেন জনদরদী রাজনীতিবিদ। তিনি সর্বদা জনমানুষের কল্যাণে কাজ করে গেছেন। এই জনদরদী রাজনীতির শিক্ষাও ব্রিটিশ শাসনেরই প্রভাব। ব্রিটিশদের 'ভাগ কর, শাসন কর' নীতি, বিশেষ সুবিধা নেয়ার বিপক্ষে তার অবস্থান ছিল। যার প্রমাণ অখন্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের মধ্যে পাই। এভাবেই ব্রিটিশ শাসনের নানা দিক এবং এই সময়ের রাজনীতিবিদদের সংস্পর্শ বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তায় প্রভাব বিস্তার করেছিলো, যার ফলাফল স্বরুপ এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা।
 
তথ্যসূত্রঃ
১। অসমাপ্ত আত্মজীবনী- শেখ মুজিবুর রহমান।
২। বাংলাদেশের রাজনীতি সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন (১৭৫৭-২০০০)- ড. হারুন-অর-রশিদ।
৩। বঙ্গবন্ধুর পূর্ণ জীবন- শেখ সাদী।
 
 
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যেভাবে তরুণ মুজিবকে প্রভাবিত করেছিলো 
 
 



 ইতিহাসের খসড়া
মে-জুন, ২০২৩
বর্ষ- ৯ম, সংখা- ৪০
আষাঢ়, ১৪৩০ বাংলা

No comments:

Post a Comment