Tuesday, March 22, 2022

শিক্ষা, শিক্ষক ও সুশিক্ষক -- মোঃ হেলাল উদ্দিন

 

কথায় আছে "শিক্ষাই জাতির মেরুদন্ড"। এই মেরুদন্ড তৈরির কাজটি করে থাকেন শিক্ষক। তাই শিক্ষককে অবশ্যই সুশিক্ষক হতে হবে, তা-না হলে মেরুদন্ডের গঠন সুদূঢ় হবে না। একটু জেনে নেই শিক্ষা কি? মানুষের অন্তর্নিহিত গুনাবলীকে স্ফুরিত, নিগড়িত ও নিয়ন্ত্রিত করে জীবনের নানা প্রয়োজনে তাকে উক্ত গুনগুলো প্রয়োগ করার শক্তি ও নৈপুণ্য দান করাই শিক্ষা। ইবনে রুশদ বলেছেন, নিজেকে জানার আগ্রহ যার নেই, সে বড়ই দুর্ভাগা। এ থেকে একটা কথা অনুমেয় যে, শিক্ষা হলো নিজেকে জানা এবং এর মাধ্যমে সমাজের যেকোনো পরিবেশ ও পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারার সাথে সাথে নিজ, সমাজ ও দেশের উন্নয়নে অংশ গ্রহণ করতে পারার ক্ষমতা। এরিস্টটল বলেন, শিশুর সুপ্ত শক্তির বিকাশ সাধনই শিক্ষার মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য। কাজটি যিনি করেন তিনি হলেন শিক্ষক। স্যার জন এড্যামস শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলে আখ্যায়িত করেছেন। পার্সিভেল শিক্ষক সম্পর্কে বলেছেন, শিক্ষক শুধু খবরের উৎস বা ভান্ডার নন, কিংবা প্রয়োজনীয় সর্ব প্রকার তথ্য সংগ্রহণকারী নন, শিক্ষক শিশুর বন্ধু, পরিচালক ও যোগ্য উপদেষ্টা; একজন সুদক্ষ শরীর গঠনকারী, শিশুর মনের বিকাশ সাধনের সহায়ক তথা তাদের চরিত্র গঠনেরও নিয়ামক। সুতরাং বলা যায় শিক্ষক হলেন তিনি, যিনি সকল ধরনের শিক্ষা বিস্তারে সহায়তাকারী। এখন বলতে হয় শিক্ষককে শুধু শিক্ষক হলেই চলবে না, কেননা সুশিক্ষক ছাড়া সুশিক্ষার বিকাশ সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র; শিক্ষকের ছাত্রত্ব গ্রহণে তার মনের তারুণ্য নষ্ট হতে পারে না, বরং তিনি সব সময়ই ছাত্রদের সুবিধা-অসুবিধা ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং এ কারণেই তিনি শিশুদের মনের একান্ত কাছাকাছি থাকবেন। একজন শিক্ষককে তখনই সুশিক্ষক বলা যাবে যখন তিনি হবেন নেতৃত্বদানকারী, নিরপেক্ষ, সামাজিক, সুরসিক, মুদ্রাদোষহীন ও অধ্যয়নশীল। সুশিক্ষক হবেন সুস্বাস্থ্যের অধিকারী, প্রেরণা সৃষ্টকারী, চির নবীন ও প্রাণবন্ত, শিশুবান্ধব, সুন্দর চাহনি ও বাকশৈলী, দৃঢ় মানসিকতা এবং আদর্শবান। Gilbert Height এর মতে, একজন সুশিক্ষককে ছাত্র-ছাত্রীদের প্রতি প্রীতি, বিষয় প্রীতি, নিজ পেশার প্রতি প্রীতি থাকতে হবে। একজন সুশিক্ষক হওয়া যেমন সহজ নয়, তেমনি একজন সুশিক্ষক ছাড়া সুশিক্ষার বিস্তারও সম্ভব নয়। ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নের জন্য শিক্ষার বিস্তার খুবই জরুরী, আর শিক্ষার বিস্তারের জন্য অবশ্যই সুশিক্ষক জরুরী।
 
৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা

1 comment: