Tuesday, March 25, 2025

হতাম যদি আমি -- মোঃ হেলাল উদ্দিন

আমি যদি শিল্পী হতাম
আঁকতাম তোমার ছবি
লিখতাম তোমায় নিয়ে কবিতা
আমি হতাম যদি কবি।

বানাতাম তোমার মূর্তি
ভাস্কর হতাম যদি
সোনায় সোনায় ভরিয়ে দিতাম
আমি হতাম যদি ধনী।

আমি অতি সাধারণ
আমার আছে ভালোবাসার মন
দিতে পারবো ভালোবাসা অফুরন।

তাতে কি তুমি হবে সুখী
ভরবে কি তোমার মন
তাতে কি পূর্ণ হবে তোমার জীবন।
 
হতাম যদি আমি -- মোঃ হেলাল উদ্দিন 

বৈশাখী মেঘ -- মোঃ হেলাল উদ্দিন


বৈশাখী মেঘের কাছে আমি কি চাইব
কি দিতে পারবে সে আমাকে
সে কি ফিরিয়ে দিতে পারবে
আমার মনের মানুষকে।।
যে হারিয়ে গেছে কোন এক
কাল বৈশাখীর ঝড়ে।।
সে কি ফিরিয়ে দিতে পারবে
আমার স্মৃতিময় মধুর দিনগুলো
যেই দিনগুলো ছিল শুধুই আনন্দের।।
সেই সুখময় দিনগুলো
হারানো প্রিয়জনকেই
বৈশাখী মেঘের কাছে আমার চাওয়া।।
----------------------
©Md. Helal Uddin®
        27/04/2016