আমি যদি শিল্পী হতাম
আঁকতাম তোমার ছবি
লিখতাম তোমায় নিয়ে কবিতা
আমি হতাম যদি কবি।
বানাতাম তোমার মূর্তি
ভাস্কর হতাম যদি
সোনায় সোনায় ভরিয়ে দিতাম
আমি হতাম যদি ধনী।
আমি অতি সাধারণ
আমার আছে ভালোবাসার মন
দিতে পারবো ভালোবাসা অফুরন।
তাতে কি তুমি হবে সুখী
ভরবে কি তোমার মন
তাতে কি পূর্ণ হবে তোমার জীবন।
হতাম যদি আমি -- মোঃ হেলাল উদ্দিন