Wednesday, June 22, 2022

জীবনের আরাধনা -- মোঃ হেলাল উদ্দিন

 এই পৃথিবীতে আছে সবুজের সমারোহ
আছে সর্বত্র অন্ধকার অহরহ।
আমরা দেখি সুন্দর, দেখি না অন্ধকার
দেখতে চাইনা জীবনের চারিধার।
এই পৃথিবীতে আছে কাশফুলের নরম ছোয়া
আছে কন্টকময় অনেক বিছানা।
আমরা চাই কোমলতা, চাইনা কঠোরতা
আমরা চাই জীবনটা আলোয় ভরা।

আমরা দেখি জীবনের একপক্ষ
দেখিনা অন্যপক্ষে কি আছে লেখা।
জীবন সেতো নয় সর্বত্র সমরেখা
জীবনতো এক জটিল বক্ররেখা।
এই জীবনে নেইতো সরলতার জয়
কুটিলতাই করে দেয় অনেককে পরাজয়।

জীবন এমনই হয়, সে বুঝা বড় দায়
তবু হোক এই জীবনের সর্বত্র জয়।

জীবনের আরাধনা -- মোঃ হেলাল উদ্দিন
-----------------
১৯/১১/২০১৭

Thursday, June 16, 2022

অণুকাব্য- ০৩ -- মোঃ হেলাল উদ্দিন

(১)
কতোদিন ভেবেছি তোমায়,
পাইনি তব তোমার দেখা।
হঠাৎ করেই পেয়ে যাবো,
হয়তো তাই মোর বসে থাকা।
তুমি আসবে, ভালোবাসবে,
এই ভেবে মোর পথ চাওয়া।

(২)
আজ পেয়েছি তোমায় কাছে,
বলেছি মনে মোর যে কথা আছে।
হয়তো পারনি তুমি তা বুঝিতে,
নয়তো পারিনি তোমায় বোঝাতে।
তুমি বুঝে নিবে, নাকি হবে বোঝাতে,
যে কথা আছে জমা মোর হৃদমাঝারে।

(৩)
জানি পাবো তোমায় আরো কাছে,
নয়তো হারাবো আমি চিরতরে।
তবু ভেবোনা যাবো তোমায় ভুলে,
তুমি আছো যে আমার মনের গহীনে।


অণুকাব্য-০৩ -- মোঃ হেলাল উদ্দিন

---------------
২১.১২.২০১৭