Wednesday, April 20, 2022

জীবন ও স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন

মর্ত্যালোকের শক্তি বিশাল সূর্যালোক

জীবনালোকের শক্তি যেমন হৃদয় স্বপ্নাতুর।

ভগ্ন হৃদয় আলোকিত হয় স্বপ্নভরা চোখে

সূর্য যেমন হাস্যোজ্জ্বল করে দিনের শুরুতে।

স্বপ্ন যখন ভেঙ্গে পড়ে ঝরাপাতার মতন

জীবন তখন চলে পথহারা নাবিকের মতন।

সূর্যাস্তে দুঃখ বাড়ে হারায় অকুল আধারে

সেই শোকে চন্দ্র তারার আলো মিটমিট করে।

স্বপ্নগুলো পরলে ঝরে জীবন থমকে পড়ে

পথহারা হয়ে তবে জীবন কেমন করে চলে।

স্বপ্ন সত্য স্বপ্ন মিথ্যা স্বপ্ন বাচাঁর নেশা

স্বপ্নের মাঝে চলছে নিত্য মোদের আশা।

স্বপ্নগুলো মরে যায়, তবু স্বপ্ন জন্ম নেয়

এমন করে জীবন প্রদীপ কখন যেন থেমে যায়।

যেমন সূর্যোদয় সূর্যাস্ত কিংবা মেঘের সাথে লুকোচুরি

জীবনটাও এমন করে করছে বড় ছলচাতুরী।

 


  জীবন ও স্বপ্ন 

Monday, April 18, 2022

একবার ভালোবেসে দেখো -- মোঃ হেলাল উদ্দিন

একবার ভালোবেসে দেখো 

আমার বুকের জমিন লিখে দিবো তোমার নামে 

আমার অন্তর আত্মায় বসত গড়বে শুধুই তুমি 

আমার সমস্ত দেহজুড়ে তোমার ভালোবাসার চাষ হবে 

তুমি জল দিবে আর আমি দিব তৃঞ্চা  

নতুন করে জন্ম নিবে সবুজ চারা।।

 

একবার ভালোবাসি বলে দেখো

আমার আমাকে বিলিয়ে দিবো তোমাতে

তুমি তোমার মতো নিজ হাতে গড়ে নিবে আমায়

তোমার সমস্ত দুঃখ নিড়ানি করে দিবো

সবুজের সমাহোরে ভরে উঠবে তোমার হৃদয়

তুমি পুলকিত হবে নানান ফুলের ছোয়ায়

ফুলের সৌরভে ভরে যাবে জমিন

আসমান থেকে তাকিয়ে দেখবে বিধাতা

বলবে দেখো একেই বলে পবিত্র ভালোবাসা।।

 

আমাদের ভালোবাসা এমনি হবে

শুধু একবার ভালোবেসে দেখো।।

 
 
একবার ভালোবেসে দেখো