Monday, September 4, 2023

পথিক হবে -- মোঃ হেলাল উদ্দিন


এমনি এক মেঠো পথ পাড়ি দিয়ে

আমি হেঁটে চলেছি তোমার পানে

শুধু তোমাকে একবার দেখবো বলে।

আমি হেঁটে চলছি শুধুই হেঁটে চলছি

তবু পথের শেষ হচ্ছে না

তবুও তোমার দেখা মিলছে না।

তুমি কোথায় কতো দূরে

এই পথের শেষ হবে

তবু কি তোমার দেখা মিলবে না।

তোমায় নিয়ে হাতে হাত ধরে

এই মেঠো পথ বেয়ে

স্বপ্নের সীমানায় কি যাওয়া হবে না।

এই মেঠো পথ সবুজ শ্যামল গাছ

যেমনি আছে আমার পাশে

তেমনি করে তুমি কি হবে না

আমার পথিক জীবনের পথে।


10/05/2016

স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন

 একটা স্বপ্ন বাঁচাতে পারে
একটা স্বপ্ন মারতে পারে
একটা স্বপ্ন সুখী করে
একটা স্বপ্ন দুঃখ দেয়
একটা স্বপ্ন কাছে ডাকে
একটা স্বপ্ন দূর করে
একটা স্বপ্ন হাসায়
একটা স্বপ্ন কাঁদায়
একটা স্বপ্ন একটা জীবন
একটা স্বপ্ন একটা মরণ
একটা স্বপ্ন শুধুই স্বপ্ন 

 

 স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন