Thursday, June 9, 2022

সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন

 

সারা বিশ্বে চলছে সবুজের আকাল,
গাছপালা কেটে সব করছে দালান।

বাড়ছে মানুষ, বাড়ছে বাসের স্থান,
কমছে গাছপালা, কমছে সবুজের দখল।

এমন করে চলতে থাকলে আর কিছু কাল,
পৃথিবী হয়ে যাবে বসবাস অযোগ্য স্থান।

তাই এখনই বন্ধ করি উজাড় করা গাছপালা বন,
পৃথিবীকে ফিরিয়ে দেই আবার সেই সবুজের দখল।


 সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন
১২/১১/২০১৭ ইং

Thursday, June 2, 2022

যুদ্ধ যুদ্ধ খেলা -- মোঃ হেলাল উদ্দিন


 মনের ঘরে চলছে যুদ্ধ
কে হারে কে জিতে
নেই তার খবর
এইতো মোদের জীবন।

আমি ভাবি সব আমারই
মন বলে নেই কিছুই
কি হবে ভেবে দেখি
এই জীবনের ছবি।

যুদ্ধ জয়ে করছি যে ক্ষয়
হবে কি তার লয়
নেই বলে যদি হারি
মানবে কি এই মনের মাঝি।

ভেবে দেখি পাই যে কুল
তবে কি মোর ভাবনা ভুল
মনের যুদ্ধ চলবে তবে
হারবে না হয় জীবন রবে।

এই জীবনে ভাবনা সবই
বাস্তবতায় ফিরবে কবি
মনের যুদ্ধে হারবে না সে
জীবন নামের এই ধরাতে।

জীবন আছে মন থাকবে
যুদ্ধ যুদ্ধ খেলা চলবে
এইতো মোদের জীবন
এইতো মোদের ভূবন।

যুদ্ধ যুদ্ধ খেলা -- মোঃ হেলাল উদ্দিন

২৯/১১/২০১৭