Saturday, March 5, 2022

মায়া -- মোঃ হেলাল উদ্দিন

 

নীলদিগন্তে সন্ধ্যা ঘনিয়েছে 

নদীর জলে তার ছায়া, 

আমি দাঁড়িয়ে অপলক চোখে 

চোখের সামনে তার মায়া।

 

 যে মায়ায় পড়ে আমি

ভালোবেসে যাই তোমাকে,

কখনো আমায় যেওনা ছেড়ে 

রেখো বেঁধে তোমার হৃদয় পিঞ্জরে।

 

মায়া -- মোঃ হেলাল উদ্দিন



ভালোবাসার প্রকাশ -- মোঃ হেলাল উদ্দিন


 কথায় বলে,

সহজ কথা যায়না সহজে বলা।

ঠিক তাই,

আমি তোমাকে ভালোবাসি

তিন শব্দের সহজ ছোট্ট একটি কথা

বলতে গেলে দরকার অনেক ভাবা।

তবু আমরা বলতে চাই

কিন্তু কেমন করে বলবো নেই তা আমার জানা।

তোমরা বলো, কবি আমি 

তাই একটু অগোছালো আমার চলা।

হাতে ফুল গুঁজে তোমার সামনে দাড়িয়ে

বিশ্ব প্রেমিকের মতো যে বলবো

আমি তোমাকে ভালোবাসি

সেই প্রেমিক আমি হতে পারিনি।

দুই চার লাইন লিখে নিজেকে কবি ভাবলেও

এমন প্রেমিক হওয়া আমার জন্য এতো সহজ নয়।

তাই কলমেই আমার ভরসা।

কলমের কালিতে লিখে দিয়ে যাই

আমার মনের গোপন কথা

তুমি যে আমার অনন্ত ভালোবাসা।

----------------------------------

ভালোবাসার প্রকাশ 

-- মোঃ হেলাল উদ্দিন