Sunday, March 17, 2024

সন তারিখে বঙ্গবন্ধু -- মোঃ হেলাল উদ্দিন

  • ১৯২০:    ১৭ মার্চ ১৯২০ বঙ্গবন্ধুর শুভ জন্ম গ্রহণ করেন।
  • ১৯২৭:    বঙ্গবন্ধুর সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়ালেখায় হাতেখড়ি।
  • ১৯২৯:    বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন।
  • ১৯৩০:    সম্পত্তি রক্ষার জন্য পারিবারিক সিদ্ধান্তে বঙ্গবন্ধুর সাথে তার চাচতো বোন বেগম ফজিলাতুননেছার বিবাহ সম্পন্ন হয়।
  • ১৯৩৪:    মাত্র চৌদ্দ বছর বয়সে বঙ্গবন্ধু বেরিবেরি রোগে আক্রান্ত হন। চার বছর পড়ালেখা বন্ধ থাকে।
  • ১৯৩৭:    পুনরায় শিক্ষা জীবন শুরু;
    গোপালগঞ্জ মুসলিম সেবা সমিতির সম্পাদক নির্বাচিত।
  • ১৯৩৮: আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর সাথে তার চাচতো বোন বেগম ফজিলাতুননেছার বিবাহ সম্পন্ন হয়;
    অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশনারী স্কুল পরিদর্শনে আসলে বঙ্গবন্ধু স্কুলের বিভিন্ন দাবী দাওয়া তাদের সামনে তুলে ধরেন;
    স্থানীয় কংগ্রেসিদের সঙ্গে বিরোধের জেরে মিথ্যা অভিযোগে বঙ্গবন্ধুর প্রথম কারাবরণ।
  • ১৯৩৯:    বঙ্গবন্ধু গোপালগঞ্জ মহকুমা ছাত্রলীগ গঠন করেন।
  • ১৯৪০:    এ সময়ে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
  • ১৯৪২:    বঙ্গবন্ধু এন্ট্রেস (এসএসসি) পাশ করেন।
  • ১৯৪৩:    সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন;
    পঞ্চাশের (১৩৫০ বঙ্গাব্দ) মন্বন্তরে দুর্ভিক্ষ প্রতিরোধে লঙ্গরখানা পরিচালনা করেন।
  • ১৯৪৪:    কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই. এ পাশ করেন।
  • ১৯৪৫:    বঙ্গবন্ধু এ সময় ইসলামিয়া কলেজ ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক (জিএস) নির্বাচিত হন।
  • ১৯৪৬:    দিল্লীতে মুসলিম লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখার কনভেনশনে যোগদান। এ সময় বঙ্গবন্ধু আজমীরে খাজা মইনুদ্দীন চিশতি, দিল্লীতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার এবং আগ্রার তাজমহল প্রভৃতি স্থান ভ্রমণ করেন।
  • ১৯৪৭:    কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইসলামিয়া কলেজ থেকে বি. এ ডিগ্রি লাভ। দেশ ভাগ হলে বঙ্গবন্ধু কলকাতা ত্যাগ করে ঢাকায় চলে আসেন।
  • ১৯৪৮:    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন;
    ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ;
    ১১ মার্চ বাংলা ভাষার দাবীতে ধর্মঘট পালনকালে গ্রেফতার হন; ১৫ মার্চ মুক্তি লাভ করেন। ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ছাত্রসভায় সভাপতিত্ব করেন;
    ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সমর্থন দিয়ে নেতৃত্ব দেন। ১১ সেপ্টেম্বর পুনরায় গ্রেফতার হন।
  • ১৯৪৯: জেলে আটক থাকা অবস্থায় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক নির্বাচিত।
  • ১৯৫২: ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্বে রাষ্ট্রভাষা বাংলা এবং রাজবন্দীদের মুক্তির দাবীতে বঙ্গবন্ধু ১৬ ফেব্রæয়ারি থেকে টানা ১৩ দিন অনশন পালন করেন;
    বঙ্গবন্ধুর প্রথমবার নয়াচীন ভ্রমণ। চীনের পিকিং-এ অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান।
  • ১৯৫৩: ৯ জুলাই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
  • ১৯৫৪: যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু গোপালগঞ্জের আসনে মুসলিম লীগের প্রভাবশালী নেতা ওয়াহিদুজ্জামানকে ১৩ হাজার ভোটে পরাজিত করে নির্বাচিত হন;
    ১৫ মে প্রাদেশিক সরকারের কৃষি ও বন মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
  • ১৯৫৫: ৫ জুন গণপরিষদের সদস্য নির্বাচিত হন;
    ২১ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দ প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
  • ১৯৫৬: ৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করে খসড়া সংবিধানে প্রাদেশিক স্বায়ত্ত¡শাসনের বিষয়টি অন্তর্ভুক্তির দাবী জানান;
    ১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন;
    বঙ্গবন্ধু প্রথমবারের মত যুক্তরাষ্ট্র সফর করেন।
  • ১৯৫৭: ৭ আগস্ট বঙ্গবন্ধু সরকারি সফরে চীন ও সোভিয়েত ইউনিয়ন গমন করেন।
  • ১৯৬০: বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাজ করার জন্য চাত্র নেতৃবৃন্দের দ্বারা ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন।
  • ১৯৬২: ৬ ফেব্রুয়ারি জননিরাপত্তা আইনে বঙ্গবন্ধু গ্রেফতার হন।
  • ১৯৬৩: অসুস্থ হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেখতে এবং তার পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে বঙ্গবন্ধু লন্ডন সফর। ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বৈরুতে ইন্তেকাল করেন।
  • ১৯৬৪: মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধু সাধারন সম্পাদক নির্বাচিত।
  • ১৯৬৬: ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা দাবী উত্থাপন করেন;
  • ৭ জুন বঙ্গবন্ধু ও আটক নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এবং ৬ দফার পক্ষে সারাদেশে ধর্মঘট পালিত হয়। সর্বাত্মক ধর্মঘট চলাকালে মনু মিয়াসহ ১১ জন শ্রমিক নিহত হন। বর্তমানে ৭ জুন ছয় দফা দিবস হিসাবে পালিত হয়।
  • ১৯৬৬: ১ মার্চ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
  • ১৯৬৮: ৩ জানুয়ারি বঙ্গবন্ধুকে ১ নম্বর আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
  • ১৯৬৮: ১৯ জুন ঢাকা সেনানিবাসে কঠোর নিরাপত্তার মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকার্য শুরু হয়।
  • ১৯৬৯: আগরতলা ষড়যন্ত্র মামলা হতে প্যারোলে মুক্তিদান বঙ্গবন্ধু প্রত্যাখান করেন। ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষরযন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ অন্যান্য আসামীদের মুক্তি দিতে বাধ্য হয়;
    ২৩ ফেব্রæয়ারি রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ১০ লক্ষের অধিক ছাত্র জনতার উপস্থিতিতে বঙ্গবন্ধুকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন;
    ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন ‘বাংলাদেশ’।
  • ১৯৭০: ৬ জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
  • ১৯৭০: ১৭ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসাবে ‘নৌকা’ প্রতীক চূড়ান্ত করেন।
  • ১৯৭১: ৩ জানুয়ারি, বঙ্গবন্ধু ১৯৭০ সালের নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের ৬দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা ও জনগণের প্রতি আনুগত্য থাকার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন
    ৩ মার্চ, পল্টনে স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ আয়োজিত জনসভায় বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ উপাধিতে ভূষিত করা হয়;
    ৭ মার্চ, বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’;
    ১৬ মার্চ, ক্ষমতা হস্তান্তর প্রশ্নে মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু;
    ২৪ মার্চ, ক্ষমতা হস্তান্তর প্রশ্নে মুজিব-ইহাহিয়া-ভুট্টো বৈঠক শুরু;
    ২৬ মার্চ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা প্রদান (২৫ মার্চ দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে) এবং প্রায় একই সময়ে তিনি পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক গ্রেফতার হন;
    ৫ এপ্রিল, মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক একটি কভার স্টোরি করে যার শিরোনাম ছিল ‘Civil War in Pakistan’ পত্রিকাটি প্রকাশিত নিবন্ধে বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ হিসাবে অভিহিত করে;
    ৭ সেপ্টেম্বর, পাকিস্তানের লায়ালপুর সামরিক জেলে বঙ্গবন্ধুর গোপন বিচার সম্পন্ন করে তাঁকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদন্ড প্রদানের রায় ঘোষণা হয়।
  • ১৯৭২:    ৮ জানুয়ারি, পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তিলাভ, লন্ডন গমন;
    ৯ জানুয়ারি, ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে সাক্ষাৎ;
    ১০ জানুয়ারি, নয়াদিল্লীতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি। ভারতের রাষ্ট্রপতি ভি.ভি গিরি ও প্রধানমন্ত্রী মিসেস ইন্দ্রিরা গান্ধীর সাথে সাক্ষাৎ;
    ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন;
    ১২ জানুয়ারি, বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ;
    ১০ অক্টোবর, বঙ্গবন্ধু জুলিও কুরি পুরুস্কারে ভূষিত হন;
    ১৪ ডিসেম্বর, বাংলাদেশের প্রথম সংবিধানে বঙ্গবন্ধু স্বাক্ষর করেন;
    ১৫ ডিসেম্বর, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব প্রদানের কথা ঘোষণা করেন।
  • ১৯৭৩:    বঙ্গবন্ধুর কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান। গ্রেট বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাৎ;
    ৬ সেপ্টেম্বর জোট নিরপেক্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বঙ্গবন্ধু আলজেরিয়া সফর করেন;
    ১৭ অক্টোবর তিনি জাপান সফর করেন।
  • ১৯৭৪:    ২৩ ফেব্রুয়ারি ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে পাকিস্তান সফর করেন;
    ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন।
  • ১৯৭৫:    ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন;
    ১৫ আগস্ট, বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।
     
    সন তারিখে বঙ্গবন্ধু 

No comments:

Post a Comment